ICC Champions Trophy 2025

‘তুমি তো আমার পা ভেঙে দিচ্ছিলে!’ দুবাইয়ে অনুশীলন শেষে কোন পেসারকে বললেন রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় দল। সেখানেই এক স্থানীয় পেসারের বিরুদ্ধে ব্যাট করেন রোহিত শর্মা। অনুশীলন শেষে সেই পেসারের প্রশংসা করলেন রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ভিতরের দিকে ঢুকে আসা বলে সমস্যায় পড়েন রোহিত শর্মা। আর যদি সেই ভিতরের দিকে ঢুকে আসা বল ইয়র্কার লেংথে পড়ে, তা হলে যে কোনও ব্যাটারের খেলতে সমস্যা হয়। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ, পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করতে হবে রোহিত শর্মাকে। শাহিন শাহ আফ্রিদি, মুস্তাফিজুর রহমানদের বিরুদ্ধে যাতে খেলতে সমস্যা না হয় তারই প্রস্তুতি সারছেন রোহিত। সেখানেই এক স্থানীয় পেসারের বিরুদ্ধে ব্যাট করেন ভারত অধিনায়ক। অনুশীলন শেষে সেই পেসারের প্রশংসা করলেন রোহিত।

Advertisement

দুবাইয়ের পেসার আওয়াইস খানের বিরুদ্ধে ব্যাট করছিলেন রোহিত। আওয়াইসকে বলা হয়েছিল, ইনসুইঙ্গিং ইয়র্কার করার। একের পর এক বল করে যান তিনি। রোহিত সেই বল খেলেন। কিছু বল তাঁর জুতো ও প্যাডে লাগে। আবার কিছু বল ব্যাটে লাগান ভারত অধিনায়ক।

আওয়াইসের সঙ্গে রোহিতের একটি কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে রোহিত বলছেন, “দুর্দান্ত বোলার। তুমি তো ইনসুইঙ্গিং ইয়র্কার দিয়ে আমার পা ভেঙে দেওয়ার চেষ্টা করছিলে। (হাসি মুখে) খুব ভাল বল করেছ ভাই। তোমরা এখানে আমাদের সাহায্য করছ। খুব ভাল লাগছে। ধন্যবাদ।”

Advertisement

বড় প্রতিযোগিতায় অনুশীলনের সময় স্থানীয় বোলারদের ব্যবহার নতুন নয়। বিদেশি দল ভারতে এলে তারাও সেটা করে। ভারতের স্থানীয় স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করে। দুবাইয়ে ভারতীয় দলে তিন পেসার রয়েছে। মহম্মদ শামি, হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। তাঁদের পক্ষে অনুশীলনে টানা বল করা কঠিন। সেই কারণেই স্থানীয় পেসারদের সাহায্য নিচ্ছেন রোহিতেরা। নিজেদের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না তাঁরা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। ২ মার্চ গ্রুপের শেষ খেলায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement