Shubman Gill Jersey Controversy

মোজার পর জামা! আবার ক্রিকেটের নিয়ম ভাঙলেন শুভমন, আইসিসি কি আদৌ কোনও ব্যবস্থা নেবে?

আবার আইসিসি-র নিয়ম ভেঙেছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিন জার্সির নীচে লাল রঙের জামা (ইনার) পরে খেলতে নামেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৮:১৩
Share:

শুভমন গিলের জার্সির নীচে দেখা যাচ্ছে লাল রঙের জামা। ছবি: সমাজমাধ্যম।

আইসিসি-র নিয়মের কি কোনও তোয়াক্কা করছেন না শুভমন গিল? নইলে এক টেস্টে কী ভাবে পর পর দুটো নিয়ম ভাঙলেন তিনি? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিন জার্সির নীচে লাল রঙের জামা (ইনার) পরে খেলতে নামেন তিনি। এটা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়মবিরুদ্ধ। এই দোষের কারণে কি শাস্তি পাবেন ভারত অধিনায়ক?

Advertisement

মঙ্গলবার হেডিংলেতে পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর দেখা যায়, শুভমনের জার্সির নীচে লাল রঙের জামা দেখা যাচ্ছে। সাদা জার্সির নীচে সেই জামা চোখে পড়ছিল। যে হেতু জার্সির রং সাদা, তাই নীচের লাল রঙের জামা বেশি চোখে পড়ছিল। আইসিসি-র নিয়মে স্পষ্ট করে বলা আছে, কোনও ক্রিকেটার যদি জার্সির নীচে জামা পরতে চান, তা হলে টেস্টে তাঁকে সাদা রঙের জামা পরতে হবে। অন্য কোনও রঙের জামা পরা যাবে না। এক দিন ও টি-টোয়েন্টির ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে। সেখানে সাদা রঙের পাশাপাশি জার্সির মূল রঙের জামা পরা যাবে।

এই নিয়ম থেকে স্পষ্ট, শুভমন আইসিসি-র বিধি মানেননি। পঞ্চম দিন ঘণ্টাখানেক খেলা হওয়ার পর অবশ্য দেখা যায়, জার্সির একেবারে উপরের বোতাম লাগিয়ে নিয়েছেন শুভমন। ফলে তখন আর নীচের লাল জামা দেখা যাচ্ছিল না। তবে কেন তিনি কলারের বোতাম লাগিয়েছেন তা জানা যায়নি। লাল জামা দেখা যাচ্ছিল বলে, না ঠান্ডার কারণে তিনি উপরের বোতাম লাগিয়েছেন তা তিনিই বলতে পারবেন।

Advertisement

আইসিসি-র নিয়মে জার্সির নীচে জামা পরা নিয়ে যা বলা রয়েছে। ছবি: আইসিসি।

আইসিসি-র নিয়মে বলা রয়েছে, ক্রিকেটারেরা জার্সির নীচে স্কিনস (শরীরের সঙ্গে চেপে থাকা জামা) পরতে চাইলে সেটাও সাদা রঙেরই পরতে হবে। হেডিংলেতে প্রসিদ্ধ কৃষ্ণকে তা পরতে দেখা গিয়েছে। শুভমন ব্যাট করার সময়ও তা পরেন। তবে তা সাদা রঙের থাকে। ফিল্ডিং করার সময় অন্য রঙের জামা পরে নিয়ম ভেঙেছেন তিনি।

জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজার জার্সির নীচেও কালো রঙের কিছু একটা দেখা যাচ্ছিল। তবে পরে বোঝা যায়, সেটা জামা নয়। খেলোয়াড়েরা এক ধরনের ‘স্পোর্টস ব্রা’ পরে থাকেন। খেলা চলাকালীন তাঁধের হৃদ্‌স্পন্দন বা রক্তচাপ কেমন তা জানা যায় তার মাধ্যমে। সাধারণত বোলারদের এই ‘স্পোর্টস ব্রা’ পরতে দেখা যায়। ফুটবলারেরাও জার্সির নীচে তা পরেন। তা খেলার নিয়মবিরুদ্ধে নয়।

এই টেস্টেই প্রথম দিন নিয়ম ভেঙেছিলেন শুভমন। ব্যাট করার সময় কালো রঙের মোজা পরেছিলেন তিনি। আইসিসি-র নিয়ম তিন ফরম্যাটেই সাদা ছাড়া আর দু’টি রঙের মোজা পরা যায়। সেগুলি হল ক্রিম রং ও হালকা ধুসর রং। শুভমনের কালো মোজা নিয়ে প্রশ্ন উঠতেই দেখা যায়, দ্বিতীয় দিন সাদা রঙের মোজা পরেছেন তিনি। তখনকার মতো ভুল শুধরে নিলেও আরও একটা ভুল করে বসলেন ভারত অধিনায়ক। কালো মোজা পরায় অবশ্য কোনও শাস্তি পাননি শুভমন। আইসিসি তা নিয়ে কিছু বলেনি। এখন দেখার জার্সির নীচে লাল জামা পরায় শুভমনের বিরুদ্ধে আইসিসি কোনও ব্যবস্থা নেবে, না এ বারও চুপ করেই থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement