Shubman Gill Record

লর্ডস টেস্টে নামার আগে শুভমনের সামনে পাঁচ রেকর্ডের হাতছানি! কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক

বৃহস্পতিবার থেকে শুরু লর্ডস টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে শুভমন গিল পাঁচ কীর্তির সামনে। তার মধ্যে কয়েকটা তিনি গড়তে পারেন লর্ডসেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৩:৪৮
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

ব্যাট হাতে নামলেই একের পর এক রেকর্ড গড়ছেন শুভমন গিল। বিশেষ করে এজবাস্টনে দ্বিতীয় টেস্টেই আধ ডজন নজির গড়েছেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার থেকে শুরু লর্ডস টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে শুভমন আরও পাঁচ কীর্তির সামনে। তার মধ্যে কয়েকটা তিনি গড়তে পারেন লর্ডসেই।

Advertisement

অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে সর্বাধিক রান

অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ড গড়তে পারেন শুভমন। ভাঙতে পারেন স্যর ডন ব্র্যাডম্যানের নজির। ১৯৩৬-৩৭ অ্যাশেজ় সিরিজ়ে অধিনায়ক হিসাবে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। শু‌ভমন দুই টেস্টেই করেছেন ৫৮৫ রান। ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে তাঁর দরকার ২২৫ রান। যে ফর্মে তিনি রয়েছেন, লর্ডসেই সেটা হয়ে যেতে পারে।

Advertisement

এক সিরিজ়ে সর্বাধিক শতরান

প্রথম দুই টেস্টে তিনটে শতরান করেছেন শুভমন। তার মধ্যে একটা দ্বিশতরান। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে পাঁচটা শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্লাইড ওয়ালকট। সেটাই এক টেস্ট সিরিজ়ে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক শতরান। অর্থাৎ, রেকর্ড ভাঙতে আর তিনটে শতরান দরকার শুভমনের। লর্ডসে জোড়া শতরান করলেই ওয়ালকটকে ছুঁয়ে ফেলবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজ়ে সর্বাধিক রান

ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে শুভমনেরই সতীর্থ যশস্বী জয়সওয়ালের দখলে। গত বছর দেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭১২ রান করেছিলেন তিনি। শুভমন দুই টেস্টেই করেছেন ৫৮৫ রান। অর্থাৎ, আর ১২৮ রান করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ড গড়বেন তিনি। লর্ডসেই তা হতে পারে।

অধিনায়ক হিসাবে দ্রুততম ১০০০ রান

অধিনায়ক হিসাবে টেস্টে দ্রুততম ১০০০ রানের কীর্তি গড়তে পারেন শুভমন। এই রেকর্ড রয়েছে ব্র্যাডম্যানের দখলে। ১০০০ রান করতে তাঁর লেগেছিল ১১ ইনিংস। শুভমন যদি ইংল্যান্ড সিরিজ়ের বাকি ছ’টা ইনিংসে ৪১৫ রান করতে পারেন তা হলেই রেকর্ড গড়বেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ় জয়

এর আগে ১৯৭১, ১৯৮৬ ও ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে ভারত টেস্ট সিরিজ় জিতেছে। কিন্তু সেগুলো সব তিন টেস্টের সিরিজ় ছিল। চার বা পাঁচ টেস্টের সিরিজ় শুরু হওয়ার পর ইংল্যান্ডের মাটিতে ভারত সিরিজ় জিততে পারেনি। গত বার পাঁচ টেস্টের সিরিজ় ২-২ ড্র হয়েছিল। এ বার শুভমনের কাছে সুযোগ রয়েছে পাঁচ টেস্টের সিরিজ় জেতার। লর্ডসে ম্যাচ জিতলে সেই পথে একধাপ এগিয়ে যাবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement