India vs England 2025

দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে আরও এক বোলার, ডেকে নিলেন শুভমনই

এক ভারতীয় স্পিনারকে ডাকলেন অধিনায়ক শুভমন গিল। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছিলেন বাঁহাতি স্পিনার। কেন তাঁকে ভারতীয় দলের নেটে ডাকলেন শুভমন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৯:১৪
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

দ্বিতীয় টেস্টের আগে নেটে বল করার জন্য ডাক পেলেন হরপ্রীত ব্রার। ভারতীয় স্পিনারকে ডাকলেন অধিনায়ক শুভমন গিলই। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছিলেন বাঁহাতি স্পিনার হরপ্রীত। কেন তাঁকে ভারতীয় দলের নেটে ডাকলেন শুভমন?

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে হরপ্রীত নিজেই জানিয়েছেন, কেন তিনি দলে এসেছেন। কোচ গৌতম গম্ভীর বা নির্বাচকেরা হরপ্রীতকে ডাকেননি। তিনি বলেন, “আমার স্ত্রী থাকে সুইন্ডনে। সেটা বার্মিংহ্যামের খুব কাছে। দেড় ঘণ্টা লাগে গাড়ি করে। শুভমনের সঙ্গে কথা হচ্ছিল। ও আমাকে ডেকে নেয়। তাই ভাবলাম বার্মিংহ্যামে গিয়ে অনুশীলন করি।”

শুধু হরপ্রীত নন, ভারতীয় দলের নেটে দেখা গিয়েছে চণ্ডীগড়ের তরুণ পেসার জগজিৎ সিংহ সান্ধুকে। নেটে অতিথি বোলার হিসাবে ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। তাই কয়েক জন বাড়তি বোলার নেটে পেলে সুবিধাই হবে ব্যাটারদের। কিছুটা বিশ্রাম পাবেন জসপ্রীত বুমরাহেরাও।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে গিয়েছে ভারত। দলের চার ব্যাটার মিলে পাঁচটি শতরান করলেও ম্যাচ জিততে পারেনি তারা। ৫ উইকেটে হেডিংলেতে হারের পর ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। তার আগেই চলছে প্রস্তুতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement