মহম্মদ সিরাজ। — ফাইল চিত্র।
লিডস টেস্টে ভারতের লোয়ার অর্ডার দুই টেস্টেই ভাল খেলতে পারেনি। তাই এজবাস্টন টেস্টের আগে ভারতের বোলারেরা ভাল করে ব্যাটিং অনুশীলন করলেন। ব্যাট করতে গিয়ে মহম্মদ সিরাজ দেখতে পান তাঁর ব্যাট ভাঙা। কে তাঁর ব্যাট ভেঙেছে বুঝতে পারেননি। অনুশীলনেই রেগে গেলেন ভারতের বোলার। কী হল তার পর?
শনিবারের অনুশীলনে এই ঘটনা ঘটেছে। সিরাজ নেটে ব্যাট করতে যাওয়ার পর দেখতে পান তাঁর ব্যাট ভাঙা। সঙ্গে সঙ্গে পাশে থাকা সতীর্থকে প্রশ্ন করেন, ‘কে আমার ব্যাট ভেঙেছে? আমার ব্যাট কী করে ভাঙল?’ সতীর্থও উত্তর দেন। তা অবশ্য মনঃপূত হয়নি সিরাজের। তিনি বার বার নিজের ব্যাটটি পরীক্ষা করতে থাকেন।
তবে পুরোটাই যে মজা করে করা, সেটা বোঝা যায় কিছু ক্ষণ পর। ব্যাট হাতে নিয়েই সিরাজ জোরে জোরে হাসতে শুরু করেন। যদিও কে ব্যাট ভেঙেছেন সেটা বোঝা যায়নি।
২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে খেলার সম্ভাবনা নেই জসপ্রীত বুমরাহের। তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই জায়গায় টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপ সিংহের। ফলে সিরাজকে বাড়তি দায়িত্ব নিতে পারে। প্রথম টেস্টে সিরাজ খুব ভাল বল করতে পারেননি। তাঁর লাইন বা লেংথ কোনওটাই ঠিকঠাক ছিল না। ফলে দ্বিতীয় টেস্টে নজর থাকবে তাঁর উপরে। পাশাপাশি ব্যাটিংয়ের দিকেও মনোযোগ দিতে হবে তাঁকে।