Gautam Gambhir

ইডেনে ম্যাচের আগে কালীঘাট মন্দিরে গম্ভীর, মা কালীর কাছে প্রার্থনা ভারতের কোচের

বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে কালীঘাট মন্দিরে গেলেন ভারতের কোচ গৌতম গম্ভীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

আইপিএলের গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছিলেন গৌতম গম্ভীর। প্রতিযোগিতা শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। আবার সেই মন্দিরেই দেখা গেল তাঁকে। তবে এ বার ভারতের প্রধান কোচ হিসাবে গিয়েছিলেন গম্ভীর। বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে কালীঘাট মন্দিরে গেলেন ভারতের কোচ।

Advertisement

কালীঘাট মন্দিরের ভিতরে গম্ভীরকে ক্যামেরাবন্দি করেন অনেকে। সেখানে দেখা যায়, এক মনে প্রার্থনা করছেন তিনি। গম্ভীরের সঙ্গে কয়েক জন ছিলেন। বেশ কিছু ক্ষণ মন্দিরের ভিতরে ছিলেন গম্ভীর। বুধবার ম্যাচের আগে মঙ্গলবারই শেষ অনুশীলন করে ভারতীয় দল। সেখান থেকেই হয়তো মন্দিরে গিয়েছিলেন গম্ভীর।

কলকাতা গম্ভীরের খুব কাছের। আইপিএলে অধিনায়ক হিসাবে কলকাতাকে দু’বার চ্যাম্পিয়ন করেছেন তিনি। গত বার মেন্টর হয়ে আবার ট্রফি দিয়েছেন তিনি। গম্ভীর নিজেও বার বার বলেছেন, এই শহর তাঁর খুব প্রিয়। ভারতের কোচ হিসাবে প্রথম বার এই শহরে পা দিয়েছেন তিনি। তাই সেখানে এসে প্রার্থনা করলেন তিনি।

Advertisement

ভারতীয় দলের কোচ হওয়ার পর বিশেষ কিছু সাফল্য পাননি গম্ভীর। উল্টে তাঁর আমলে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে সিরিজ়ে চুনকাম হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ বছর পরে বর্ডার-গাওস্কর ট্রফি হারাতে হয়েছে। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি তারা। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ভাল করতে না পারলে আরও চাপে পড়বেন গম্ভীর। সেই কারণেই হয়তো মা কালীর কাছে প্রার্থনা করলেন ভারতের কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement