Ayush Mhatre's World Record

৬৪ বলে শতরান! ছোটদের টেস্টে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড বৈভবের অধিনায়ক আয়ুষের

বিশ্বরেকর্ড গড়েছেন আয়ুষ মাত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৪ বলে শতরান করেছেন তিনি। যুব টেস্টে এটা বিশ্বরেকর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:৫৭
Share:

শতরানের পথে আয়ুষ মাত্রে। ছবি: সমাজমাধ্যম।

বৈভব সূর্যবংশীর প্রথম বলে শূন্য রানে আউট হওয়ার দিনে বিশ্বরেকর্ড গড়েছেন আয়ুষ মাত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৪ বলে শতরান করেছেন তিনি। যুব টেস্টে এটা বিশ্বরেকর্ড। ভারত অধিনায়কের ব্যাটে ভর করে একটা সময় রান তাড়া করছিল দল। যদিও শেষ পর্যন্ত ড্র হয়েছে খেলা।

Advertisement

যুব টেস্টে দ্রুততম শতরান করেছেন আয়ুষ। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের জর্জ বেলের। ২০২২ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৮৮ বলে শতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন আয়ুষ।

ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে শেষ দিন ৩৫৫ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে। বৈভব প্রথম বলেই ফিরে যান। কিন্তু আয়ুষ নিজের খেলা চালিয়ে যান। কোনও বোলারকে রেয়াত করেননি তিনি। মাত্র ২৫ বলে অর্ধশতরান করেন আয়ুষ। তাঁর দাপটে ১০ ওভারে ৭৮ রান করে ভারত। ১৪ ওভারের মধ্যে শতরান পূর্ণ হয়ে যায় দলের।

Advertisement

অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে জুটি বাঁধেন আয়ুষ। তাঁকে থামাতে পারছিলেন না ইংরেজ বোলারেরা। ৯০ পার হওয়ার পরেও তাঁর বড় শট খেলার প্রবণতা থামেনি। শেষ পর্যন্ত ৬৪ বলে শতরান করেন আয়ুষ। ৮০ বলে ১২৬ রান করে আউট হন তিনি। ১৩ চার ও ছ’টা ছক্কা মারেন ভারত অধিনায়ক। তিনি যখন আউট হন তখন ২৬.৪ ওভারে ভারতের রান ২১৭। তার পরে আর বেশি ক্ষণ খেলা হয়নি। ৪৩ ওভারে ভারতের রান যখন ৬ উইকেটে ২৯০ তখন খেলা ড্র হয়ে যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছিলেন আয়ুষ। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩২ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯০ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে করলেন ১২৬ রান।

মুম্বইয়ের এই ক্রিকেটার আইপিএলেও নজর কেড়়েছেন। মেগা নিলামে দল না পেলেও প্রতিযোগিতার মাঝপথে রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর বদলে চেন্নাই সুপার কিংস আয়ুষকে দলে নেয়। যে কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন তাতে নজর কেড়েছেন এই ব্যাটার। এ বার ভারতের ছোটদের দলেও নজর কাড়ছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement