ভাল খেলছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি (বাঁ দিকে) ও বেন ডাকেট। ছবি: রয়টার্স।
ওলি পোপ ২০ ও জো রুট ১১ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে ১৩৩ রান পিছিয়ে ইংল্যান্ড।
শতরান হাতছাড়া বেন ডাকেটের। ৯৪ রানের মাথায় অংশুল কম্বোজের বলে আউট হলেন তিনি। ১৯৭ রানে ২ উইকেট পড়ল ইংল্যান্ডের।
অবশেষে ১৬৬ রানের জুটি ভাঙলেন জাডেজা। ক্রলিকে ৮৪ রানের মাথায় ফেরালেন তিনি।
ডাকেটের পর অর্ধশতরান করলেন ক্রলিও। ইংল্যান্ডের দুই ওপেনারই চালিয়ে খেলছেন।
ইংল্যান্ডের দুই ওপেনার ক্রিল ও ডাকেটের ব্যাটে ১০০ পার। তাঁদের সমস্যায় ফেলতে পারছেন না ভারতীয় বোলারেরা।
ভাল ব্যাট করছেন ইংল্যান্ডের দুই ওপেনার। চা বিরতি পর্যন্ত জুটি ভাঙতে পারেনি ভারত। ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৭৭। ডাকেট ৪৩ ও ক্রলি ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
শুরু থেকেই হাত খুলে খেলছেন ডাকেট। অভিষেককারী কম্বোজকে নিশানা করেছেন তিনি। উইকেটের সব দিকে শট খেলছেন ইংরেজ ওপেনার।
অভিষেক ইনিংসের শুরুটা ভাল হল না অংশুল কম্বোজের। প্রথম ওভারে ১২ রান দিলেন তিনি।
৩৫৮ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। শেষ উইকেট নিলেন জফ্রা আর্চার।
অবশেষে শেষ হল ঋষভ পন্থের সাহসী ইনিংস। ৫৪ রান করে জফ্রা আর্চারের বলে বোল্ড হলেন তিনি। ৩৪৯ রানে ৯ উইকেট হারাল ভারত।
ভাঙা পায়েই অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। ওই অবস্থাতেই চার, ছক্কা মারছেন তিনি। স্টোকসের বলে কভার অঞ্চলে চার মেরে অর্ধশতরান করেন তিনি। একাই লড়ছেন পন্থ।
একই ওভারে ওয়াশিংটন সুন্দরের পর অংশুল কম্বোজকে আউট করলেন স্টোকস। ৩৩৭ রানে অষ্টম উইকেট পড়ল ভারতের।
স্টোকসের বাউন্সারে বড় শট মারতে গিয়ে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ফাইন লেগে ক্যাচ আউট হন তিনি। ২৭ রান করেন ওয়াশিংটন। ৩৩৭ রানে ভারতের সপ্তম উইকেট পড়ল।
পন্থের ডান পা লক্ষ্য করে বল করছেন বেন স্টোকস। তিনি চেষ্টা করছেন পন্থের পায়ে বল ফেলতে। দু’এক বার বল তাঁর প্য়াডে লেগেছে। ফলে শট খেলতে সমস্যা হচ্ছে পন্থের।
ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হয়েছে। ব্যাট করতে নেমেছেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর।
মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই বৃষ্টি নেমেছে ম্যাঞ্চেস্টারে। ফলে বন্ধ খেলা। সময়ের আগে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে। ভারতের রান ৬ উইকেটে ৩২১। পন্থ ৩৯ ও ওয়াশিংটন ২০ রানে অপরাজিত রয়েছেন।
ব্যাট করতে নামলেও পন্থ দৌড়াতে পারবেন কি না সে দিকেও সংশয় ছিল সকলের। সেই সংশয়েরও জবাব দিয়েছেন তিনি। স্বাভাবিক ছন্দে দৌড়াতে পারছেন না পন্থ। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছেন তিনি। সামনের পায়ে খেলতেও খুব একটা সমস্যা হচ্ছে না পন্থের।
কয়েক ঘণ্টা আগেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু সব সংশয় দূর করে ভাঙা পায়েই খেলতে নামলেন পন্থ। শার্দূল ঠাকুর আউট হতেই বিস্মিত ক্রিকেটবিশ্ব। দেখা যায়, সিঁড়ির রেলিং ধরে ধরে নামছেন পন্থ। বোঝা যাচ্ছিল, তাঁর পায়ে যন্ত্রণা হচ্ছে। মাঠে ঢোকার আগে মাটিতে হাত দিয়ে প্রণামও করেন পন্থ।