India VS England Test Series

ডাকেট ৯৪, ক্রলি ৮৪, ভারতের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২২৫/২

ম্যাঞ্চেস্টারে প্রথম দিন চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তার পরেও তাঁকে খেলার বাইরে রাখা গেল না। শার্দূল ঠাকুর আউট হওয়ার পর ভাঙা পায়েই ব্যাট করতে নামলেন ভারতীয় ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৫:২৯
Share:

ভাল খেলছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি (বাঁ দিকে) ও বেন ডাকেট। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২৩:০৬ key status

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২২৫/২

ওলি পোপ ২০ ও জো রুট ১১ রানে অপরাজিত রয়েছেন। ভারতের থেকে ১৩৩ রান পিছিয়ে ইংল্যান্ড।

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:২৮ key status

৯৪ রানে আউট ডাকেট

শতরান হাতছাড়া বেন ডাকেটের। ৯৪ রানের মাথায় অংশুল কম্বোজের বলে আউট হলেন তিনি। ১৯৭ রানে ২ উইকেট পড়ল ইংল্যান্ডের। 

Advertisement
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:০০ key status

আউট ক্রলি

অবশেষে ১৬৬ রানের জুটি ভাঙলেন জাডেজা। ক্রলিকে ৮৪ রানের মাথায় ফেরালেন তিনি। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:০৩ key status

ক্রলির অর্ধশতরান

ডাকেটের পর অর্ধশতরান করলেন ক্রলিও। ইংল্যান্ডের দুই ওপেনারই চালিয়ে খেলছেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২০:৫৬ key status

১০০ পার ইংল্যান্ডের

ইংল্যান্ডের দুই ওপেনার ক্রিল ও ডাকেটের ব্যাটে ১০০ পার। তাঁদের সমস্যায় ফেলতে পারছেন না ভারতীয় বোলারেরা। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২০:৫১ key status

ডাকেটের অর্ধশতরান

মাত্র ৪৬ বলে নিজের অর্ধশতরান করলেন ডাকেট। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২০:১৩ key status

চা বিরতিতে ইংল্যান্ড ৭৭/০

ভাল ব্যাট করছেন ইংল্যান্ডের দুই ওপেনার। চা বিরতি পর্যন্ত জুটি ভাঙতে পারেনি ভারত। ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৭৭। ডাকেট ৪৩ ও ক্রলি ৩৩ রানে অপরাজিত রয়েছেন।

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:৩০ key status

ভাল শুরু বেন ডাকেটের

শুরু থেকেই হাত খুলে খেলছেন ডাকেট। অভিষেককারী কম্বোজকে নিশানা করেছেন তিনি। উইকেটের সব দিকে শট খেলছেন ইংরেজ ওপেনার। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:২১ key status

প্রথম ওভারে ১২ রান দিলেন কম্বোজ

অভিষেক ইনিংসের শুরুটা ভাল হল না অংশুল কম্বোজের। প্রথম ওভারে ১২ রান দিলেন তিনি।  

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:৫২ key status

ভারতের প্রথম ইনিংস শেষ

৩৫৮ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। শেষ উইকেট নিলেন জফ্রা আর্চার। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:৪২ key status

শেষ পন্থের সাহসী ইনিংস

অবশেষে শেষ হল ঋষভ পন্থের সাহসী ইনিংস। ৫৪ রান করে জফ্রা আর্চারের বলে বোল্ড হলেন তিনি। ৩৪৯ রানে ৯ উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:৩৬ key status

পন্থের অর্ধশতরান

ভাঙা পায়েই অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। ওই অবস্থাতেই চার, ছক্কা মারছেন তিনি। স্টোকসের বলে কভার অঞ্চলে চার মেরে অর্ধশতরান করেন তিনি। একাই লড়ছেন পন্থ। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:২৮ key status

স্টোকসের ৫ উইকেট

একই ওভারে ওয়াশিংটন সুন্দরের পর অংশুল কম্বোজকে আউট করলেন স্টোকস। ৩৩৭ রানে অষ্টম উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:২৪ key status

স্টোকসের বাউন্সারে আউট ওয়াশিংটন

স্টোকসের বাউন্সারে বড় শট মারতে গিয়ে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ফাইন লেগে ক্যাচ আউট হন তিনি। ২৭ রান করেন ওয়াশিংটন। ৩৩৭ রানে ভারতের সপ্তম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:১৬ key status

পন্থের ভাঙা পা লক্ষ্য করে বোলিং স্টোকসের

পন্থের ডান পা লক্ষ্য করে বল করছেন বেন স্টোকস। তিনি চেষ্টা করছেন পন্থের পায়ে বল ফেলতে। দু’এক বার বল তাঁর প্য়াডে লেগেছে। ফলে শট খেলতে সমস্যা হচ্ছে পন্থের। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:০১ key status

মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু খেলা

ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হয়েছে। ব্যাট করতে নেমেছেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর।

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:২৩ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই বৃষ্টি নেমেছে ম্যাঞ্চেস্টারে। ফলে বন্ধ খেলা। সময়ের আগে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে। ভারতের রান ৬ উইকেটে ৩২১। পন্থ ৩৯ ও ওয়াশিংটন ২০ রানে অপরাজিত রয়েছেন। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:১৯ key status

খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছেন পন্থ

ব্যাট করতে নামলেও পন্থ দৌড়াতে পারবেন কি না সে দিকেও সংশয় ছিল সকলের। সেই সংশয়েরও জবাব দিয়েছেন তিনি। স্বাভাবিক ছন্দে দৌড়াতে পারছেন না পন্থ। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিচ্ছেন তিনি। সামনের পায়ে খেলতেও খুব একটা সমস্যা হচ্ছে না পন্থের। 

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:০৪ key status

ভাঙা পায়েই নামলেন পন্থ

কয়েক ঘণ্টা আগেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু সব সংশয় দূর করে ভাঙা পায়েই খেলতে নামলেন পন্থ। শার্দূল ঠাকুর আউট হতেই বিস্মিত ক্রিকেটবিশ্ব। দেখা যায়, সিঁড়ির রেলিং ধরে ধরে নামছেন পন্থ। বোঝা যাচ্ছিল, তাঁর পায়ে যন্ত্রণা হচ্ছে। মাঠে ঢোকার আগে মাটিতে হাত দিয়ে প্রণামও করেন পন্থ।  

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:০৩ key status

আউট শার্দূল

ভাল খেলছিলেন শার্দূল ঠাকুর। ৪১ রান করে বেন স্টোকসের বল মারতে গিয়ে ফিরলেন তিনি। ৩১৪ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement