কাউন্টি ক্রিকেটে নজির চহারের। — প্রতিনিধিত্বমূলক চিত্র। গ্রাফিক সহায়তা: এআই।
এক সময়ে ভারতের সীমিত ওভারের দলে খেললেও এখন তিনি ব্রাত্য। তবে কাউন্টি ক্রিকেটে প্রথম বার খেলতে নেমেই চমকে দিলেন রাহুল চহার। ১৬৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।
চহার খেলতে নেমেছেন সারের হয়ে। হ্যাম্পশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের শেষ ম্যাচে ২৪ ওভার বল করে ৫১ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি। সারের হয়ে কাউন্টি অভিষেকেই ৮ উইকেট নেওয়ার নজির আর কোনও বোলারের নেই। তাই অভিষেকেই হইচই পড়ে গিয়েছে চহারকে নিয়ে। প্রথম ইনিংসে ১০১ রানের লিড নেওয়া সত্ত্বেও চহারের বোলিংয়ের জন্য হেরে গিয়েছে হ্যাম্পশায়ার।
সারের হয়ে অভিষেকে এর আগে সেরা বোলিং ফিগার ছিল উইলিয়াম মুডির। ১৮৫৯-এ নর্থের বিরুদ্ধে ৬১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেই নজির ভেঙে দিয়েছেন চহার। শনিবার ম্যাচের চতুর্থ দিন ছিল। সে দিনই ভাল বল করে দলকে জিতিয়েছেন চহার।
উল্লেখ্য, হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন ভারতের আর এক ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। তাঁকেও আউট করেছেন চহার। প্রথম ইনিংসে অর্ধশতরান করলেও দ্বিতীয় ইনিংসে চহারের বলে ১১ রানে আউট হন সুন্দর।
শুক্রবার প্রথমে ফ্লেচা মিডলটনকে আউট করেন চহার। এর পর ফেরান টবি আলবার্টকে। চার ওভার পরে আলি ওর এবং লিয়াম ডসনকে আউট করেন। সুন্দরকে আউট করার পর স্কট কারি, কাইল অ্যাবট এবং জেমস ফুলারকে আউট করেন চহার। এ বছরের কাউন্টিতে চহারের বোলিং ফিগারই সেরা।