ইংল্যান্ডে চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ক্রিস ওকসের বলে পায়ের হাড়ে চিড় ধরেছিল তাঁর। সেই অবস্থায় সেই টেস্টে ব্যাট করতে নামলেও শেষ টেস্ট খেলতে পারেননি ভারতের উইকেটরক্ষক ব্যাটার। পন্থের চোট এখন কেমন? নিজের চোট নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের একটা ছবি দিয়েছেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে, পায়ে আর প্লাস্টার নেই। একটা বিশেষ ধরনের বর্ম পরে রয়েছেন তিনি। ক্যাপশনে পন্থ লিখেছেন, “অন্তত প্লাস্টার খোলা হয়েছে। কিছুটা ইতিবাচক খবর।” এই ছবি দেখে বোঝা যাচ্ছে, সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেটার। তবে পুরো সুস্থ হতে তাঁর কত দিন লাগবে বা আবার মাঠে কবে নামতে পারবেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।
ইনস্টাগ্রামে নিজের আরও কয়েকটা ছবি দিয়েছেন পন্থ। তাতে দেখা যাচ্ছে, শুয়ে-বসে সময় কাটাচ্ছেন তিনি। ক্যাপশনে পন্থ লিখেছেন, “একটা কথা বলতে চাই, অতীতে যত বড় চোটই আপনি সামলান না কেন, নতুন করে চোট পেলে যন্ত্রণা সেই একই রকম হয়। শুধু যন্ত্রণা সামলানোর ক্ষমতা একটু বেড়ে যায়। কী ভাবে সুস্থ হতে হবে সেই পথটাও আপনার জানা থাকে।”
এই কথার মধ্যে দিয়ে তিন বছর পুরনো চোটের কথা আরও এক বার মনে করিয়ে দিয়েছেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন পন্থ। কোনও রকমে প্রাণে বেঁচে যান তিনি। হাঁটুতে জোড়া অস্ত্রোপচার হয়েছিল তাঁর। পন্থ যে আবার ক্রিকেট মাঠে নামবেন সেই আশা খুব কম ছিল। কিন্তু ১৪ মাসের মধ্যে নিজেকে সুস্থ করে মাঠে নামেন পন্থ। তিনি বুঝিয়েছেন, এ বারও চোট সারিয়ে মাঠে ফিরবেন।
নিজের উপর ভরসা রয়েছে পন্থের। তিনি জানেন, এক বার মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তাই এখন আরও আত্মবিশ্বাসী তিনি। পন্থ লেখেন, “ইতিবাচক থাকাটা জরুরি। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস রেখে সঠিক পথে এগোতে হবে। এক বার মৃত্যুমুখ থেকে ফিরে এলে মনোবল আরও বেড়ে যায়।” সেই মনোবল নিয়েই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ।