ODI World Cup 2027

২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় কতগুলো ম্যাচ? বাকি খেলা হবে কোথায়? জানিয়ে দিল সে দেশের বোর্ড

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জ়িম্বাবোয়েতে। কোন দেশে কতগুলো খেলা হবে জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ২১:২০
Share:

এক দিনের বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

১৮ বছর পর আবার আইসিসি প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায়। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জ়িম্বাবোয়েতে। প্রধান আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। সঙ্গে রয়েছে আফ্রিকার আরও দুটো দেশ। কোন দেশে কতগুলো খেলা হবে জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

Advertisement

বিশ্বকাপে মোট ৫৪টা ম্যাচ হবে। তার মধ্যে ৪৪টা খেলা হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার আট মাঠে হবে বিশ্বকাপ। সেগুলো হল— জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্ল। এই আটটা মাঠে মোট ৪৪টা ম্যাচ হলেও কোন মাঠে কতগুলো ম্যাচ হবে তা এখনও জানানো হয়নি। বিশ্বকাপের সূচি ঘোষণা হবে প্রতিযোগিতার আগে। বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জ়িম্বাবোয়েতে।

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার আগে ২০০৩ সালের এক দিনের বিশ্বকাপ ও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সে দেশে হয়েছিল। ২০০৯ সালের পর থেকে আর কোনও আইসিসি প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় হয়নি। ২০২৭ সালে আবার সেখানে এক দিনের বিশ্বকাপ হবে।

Advertisement

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মাথায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেন, “দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য রয়েছে আমাদের বোর্ডের। সেই লক্ষ্যে আমরা তৈরি হচ্ছি।”

২০২৩ সালে শেষ বার ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরেছিল। এখনও পর্যন্ত এক বারও বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০২৭ সালে নিজেদের দেশে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement