Shreyas Iyer Health Update

হাসপাতাল থেকে বেরিয়ে প্রথম বার প্রকাশ্যে শ্রেয়স! কেমন আছেন ভারতীয় ক্রিকেটার

গুরুতর চোট পাওয়ায় বেশ কিছু দিন হাসপাতালে থাকতে হয়েছিল শ্রেয়স আয়ারকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম বার প্রকাশ্যে দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১০:১৩
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

কেমন আছেন শ্রেয়স আয়ার? কী করছেন তিনি? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ কয়েক দিন হাসপাতালে কাটাতে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম বার প্রকাশ্যে দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটারকে।

Advertisement

আপাতত ছুটি কাটাচ্ছেন শ্রেয়স। সমুদ্রসৈকতে বসে থাকার একটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, মাথায় হ্যাট ও রোদচশমা রয়েছে তাঁর। হাসিমুখে ছবি দিয়ে শ্রেয়স লেখেন, “সূর্যের তাপ শরীরের পক্ষে খুব ভাল। ফিরতে পেরে খুব ভাল লাগছে। প্রত্যেকের ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”

শ্রেয়স এখন কোথায় আছেন তা অবশ্য জানা যায়নি। তবে যে সৈকতে তিনি নিজস্বী তুলেছেন তা দেখে বিদেশের সমুদ্রসৈকত বলেই মনে হচ্ছে। হতে পারে এখনও অস্ট্রেলিয়াতেই রয়েছেন তিনি। বা হয়তো অন্য কোনও দেশে ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

২৬ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাঝে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁর চোট কতটা গুরুতর, তা প্রথমে বোঝা যায়নি। পরে জানা যায়, সাজঘরে ফিরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। আইসিইউ-তে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, পাঁজর থেকে রক্তক্ষরণ হচ্ছিল শ্রেয়সের। ফলে চিকিৎসকেরাও চিন্তায় ছিলেন।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন শ্রেয়স। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলও শ্রেয়সের দিকে নজর রেখেছিল। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনিই শ্রেয়সের শারীরিক অবস্থার খবর দিচ্ছিলেন।

আপাতত তিন মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে শ্রেয়সকে। তিনি আবার কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে নেওয়া হয়নি শ্রেয়সকে। প্রোটিয়াদের বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলার সম্ভাবনা নেই। আপাতত সুস্থ হয়ে উঠছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement