India vs England

তৃতীয় এক দিনের ম্যাচের আগে সমর্থকদের কাছে বিশেষ অনুরোধ বিরাটদের, কী চাইল ভারতীয় দল?

বুধবার অহমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত। তার আগে অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে উৎসাহ দিলেন বিরাট কোহলি-সহ ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩০
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

বুধবার অহমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত। তার আগে অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে উৎসাহ দিলেন বিরাট কোহলি-সহ ভারতীয় ক্রিকেটারেরা। সম্প্রতি আইসিসি উদ্যোগ নিয়ে এই কর্মসূচি চালু করেছে। নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’। সেই কর্মসূচির অংশ হিসাবেই প্রচার করেছেন কোহলিরা।

Advertisement

এই কর্মসূচির মাধ্যমে সমর্থকদের আরও বেশি করে অঙ্গদানে উৎসাহ দেওয়া হয়। অঙ্গদানের সাহায্যে যে একাধিক প্রাণ বাঁচানো যায়, সে সম্পর্কে মানুষকে সচেতন করা হয় আইসিসি-র তরফে। যে হেতু ক্রিকেটের মাধ্যমে বহু সমর্থককে যুক্ত করা যায় তাই এই উদ্যোগ নিয়েছে আইসিসি।

সোমবার বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়ো বার্তায় কোহলি বলেন, “আসল শতরানের সময় এসে গিয়েছে। মৃত্যুর পরেও আপনার অঙ্গ থেকে অন্য কেউ উপকৃত হতে পারে। অঙ্গদাতা হিসাবে এগিয়ে আসুন এবং বাকিদেরও বাঁচার সুযোগ করে দিন।” শুভমন গিল বলেছেন, “নিজের জীবনের অধিনায়ক হোন। যে ভাবে একজন অধিনায়ক দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সে ভাবে আপনিও অঙ্গদানের অঙ্গীকার করে একজনের জীবন বাঁচাতে পারেন।”

Advertisement

এ ছাড়াও শ্রেয়স আয়ার, কেএল রাহুল, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, ঋষভ পন্থদের ভিডিয়োয় দেখা গিয়েছে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি তৃতীয় এক দিনের ম্যাচ থেকে অঙ্গদানের সচেতনতামূলক এই কর্মসূচি চালু করতে পেরে তাঁরা গর্বিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement