Lankan Premier League

প্রথম বার বিদেশের টি-টোয়েন্টি লিগে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের, কোন দেশে?

বিদেশের কোনও লিগে খেলতে হলে ভারতীয় ক্রিকেটারদের দেশের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হয়। না হলে অনুমতি দেয় না বিসিসিআই। মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে অবশ্য কিছু ছাড় রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ২০:৩০
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেটারেরা বিদেশের কোনও লিগে খেলতে পারেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমতি দেয় না। প্রথম বার অন্য একটি দেশের টি-টোয়েন্টি লিগে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের। কয়েক জনকে অনুমতি দিতে পারেন বিসিসিআই কর্তারা।

Advertisement

বিদেশের কোনও লিগে খেলতে হলে ভারতীয় ক্রিকেটারদের দেশের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হয়। না হলে অনুমতি দেয় না বিসিসিআই। তবে এ বার একটি দেশের লিগের ক্ষেত্রে সুর নরম করতে পারেন বোর্ড কর্তারা। প্রথম বার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের। কয়েক জন ক্রিকেটারকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অনুমতি দিতে পারে বিসিসিআই। প্রতিযোগিতার ষষ্ঠ বছরে প্রথম বার খেলতে পারেন ভারতীয়েরা।

প্রতিযোগিতা নিয়ে প্রকাশিত ক্রিকেট শ্রীলঙ্কার বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আশা করা হচ্ছে প্রথম বারের জন্য ভারতীয় ক্রিকেটারেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ভারতের যে ক্রিকেটারেরা খেলতে পারে, তাদের নাম দ্রুত প্রকাশ করা হবে। তাদের অংশগ্রহণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে।’’ এসপিএলের টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা ডোডানওয়েলা বলেছেন, ‘‘আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিযোগিতার সময় বেছে নিয়েছি। যাতে আন্তর্জাতিক মরসুম শুরুর আগে ক্রিকেটারেরা উচ্চমানের অনুশীলন এবং যথেষ্ট প্রচার পেতে পারে।’’শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আশাবাদী হলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ফলে ভারতের কোন ক্রিকেটারেরা এলপিএলে খেলবেন, তা নিয়ে সংশয় থাকছেই। নিয়ম পরিবর্তন করার ব্যাপারেও কিছু জানানো হয়নি।

Advertisement

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এলপিএল। মোট ২৪টি ম্যাচ হবে প্রতিযোগিতায়। মোট ছ’টি দল নিয়ে হয় এলপিএল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement