Virat Kohli and Rohit Sharma

পাক ভক্তকে আপন করে নিলেন কোহলি, কিটব‍্যাগ নামিয়ে রেখে দিলেন সই, বাস থেকে নেমে এলেন রোহিত

গত কয়েক মাসে ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। তার মাঝেই এ বার অন্য ছবি দেখালেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২১:০০
Share:

পাক ভক্ত সাহিলের সঙ্গে বিরাট কোহলি। পার্‌থে হোটেলের বাইরে। ছবি: এক্স।

বিরাট কোহলি ও রোহিত শর্মার হাত ধরে অন্য রকমের ছবি ফিরল ভারতীয় ক্রিকেটে। গত কয়েক মাসে ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি সূর্যকুমার যাদবেরা। পাক বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে নেননি এশিয়া কাপের ট্রফিও। অথচ, অস্ট্রেলিয়ায় হোটেলের বাইরে এক পাক ভক্তের সঙ্গে দেখা করলেন রোহিত ও বিরাট। দিলেন সইও।

Advertisement

বৃহস্পতিবার পার্‌থে প্রথম অনুশীলন ছিল ভারতের। পুরো দল যখন পার্‌থের হোটেল থেকে বার হচ্ছে, তখন সেখানে হাজির হন করাচির বাসিন্দা সাহিল। ‘রেভস্পোর্টজ়’-এর দেওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, হোটেল থেকে বার হওয়ার সময় কোহলি তাঁকে দেখেন। হাতের কিটব্যাগ বাসের মধ্যে রেখে সাহিলের দিকে এগিয়ে যান কোহলি। তাঁর কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় দলের দু’টি জার্সি ছিল। দু’টি জার্সিতেই সই করেন কোহলি। সেই সময় রোহিত বসেছিলেন বাসে। তিনিও বাস থেকে নেমে এসে জার্সিতে সই করেন। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

পরে ‘রেভস্পোর্টজ়’-কে সাহিল বলেন, “কোহলির সঙ্গে দেখা হয়ে ভাল লাগল। আগেও ওঁর সঙ্গে আমার দেখা হয়েছে। উনি খুব ভদ্র। আমি এক বার ওঁর কাছে সইয়ের আবদার করেছিলাম। উনি সেই আবদার শুনেছেন।” সাহিল আরও বলেন, “রোহিতের ক্ষেত্রেও বিষয়টা তাই। উনি বাসে বসেছিলেন। আমি এক বার নামার অনুরোধ করেছিলাম। উনি নেমে এসে সই দিলেন। এর মূল্য আমার কাছে অনেক।”

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর পাকিস্তানের উপর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ভারত-পাক দু’দেশের সম্পর্ক উত্তপ্ত হয়েছে। তার প্রভাব খেলার মাঠেও পড়েছে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি ম্যাচ হয়েছে। তিনটি ম্যাচই জিতেছে ভারত। তবে মাঠের বাইরেও একটা খেলা হয়েছে। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। প্রতিযোগিতা চলাকালীন একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে দু’দেশ। তার উত্তাপ এখনও কমেনি। তার মাঝেই অন্য ছবি দেখালেন রোহিত, কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement