নীরজ চোপড়া। —ফাইল চিত্র।
নতুন দিন ঘোষণা করা হল ‘নীরজ চোপড়া ক্লাসিক’-এর। ২৫ মে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে তা স্থগিত করা হয়েছিল। বেঙ্গালুরুতে ৫ জুলাই হবে সেই প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি নীরজের নামে হলেও এর আয়োজক জেএসডব্লিউ স্পোর্টস। তারাই প্রতিযোগিতার নতুন দিন ঘোষণা করেছে।
জেএসডব্লিউ-র কর্তা করণ যাদব বলেন, “আমাদের দল প্রতি মুহূর্তে পরিশ্রম করছে। ৫ জুলাই হবে প্রতিযোগিতা। এত তাড়াতাড়ি যে আমরা প্রতিযোগিতা আবার আয়োজন করতে পারব, সেটা ভাবিনি। কর্নাটক সরকার এবং কর্নাটক অলিম্পিক্স সংস্থাকেও ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এই প্রতিযোগিতা নিয়ে উৎসাহ তুঙ্গে। জ্যাভলিনকে আরও বড় এবং অবিস্মরণীয় করে তোলাই আমাদের লক্ষ্য।”
নীরজ চোপড়া ক্লাসিক এক দিনের প্রতিযোগিতা। সেখানে অংশ নেবেন গ্রানাডার দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটারস, অলিম্পিক্সে সোনাজয়ী থমাস রোহলার, কেনিয়ার জুলিয়াস ইয়েগোর মতো তারকারা। সম্প্রতি ডায়মন্ড লিগে ৯০ মিটারের বেশি ছুড়ে নজর কেড়েছেন নীরজ। ভারতকে অলিম্পিক্সে পর পর সোনা এবং রুপো এনে দেওয়া জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে এই প্রতিযোগিতাতেও আগ্রহ থাকবে।
নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় পাকিস্তানের আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। তা নিয়ে বিতর্ক হয়েছিল। সেই নীরজ পরে জানিয়ে দেন, তিনি কোনও দিনই আর্শাদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ছিলেন না। যেটুকু সম্পর্ক ছিল, ভারত-পাকিস্তান সংঘাতের পর সেটাও আর থাকবে না বলে মন্তব্য করেছিলেন নীরজ। ফলে এ বারের প্রতিযোগিতায় আর্শাদকে দেখা যাবে না।