Women's ODI World Cup 2025

হোবার্টে অস্ট্রেলিয়াকে হারিয়েই আইপ্যাডে নজর গম্ভীর, রিঙ্কুদের! মন দিয়ে কী দেখছেন ভারতীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা

হোবার্টে জয়ে ফিরেছে ভারতের পুরুষদের দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফিরিয়েছে তারা। খেলা শেষে কোন দিকে নজর গৌতম গম্ভীর, রিঙ্কু সিংহদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৯:৩৭
Share:

সাজঘরে বসে মহিলাদের বিশ্বকাপ ফাইনাল দেখছেন ভারতের পুরুষ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। ছবি: এক্স।

তখন সবে খেলা শেষ হয়েছে হোবার্টে। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারতের পুরুষদের দল। সাজঘরে ফিরে বিশ্রামের বদলে আইপ্যাডে মন দিলেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। সেখানে তখন শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলাদের বিশ্বকাপ ফাইনাল।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ ও ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল প্রায় একই সময়ে হওয়ার কথা ছিল। পুরুষদের ম্যাচ শুরু হয়েছিল ভারতীয় সময় দুপুর পৌনে ২টো নাগাদ। মহিলাদের বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে। কিন্তু মুম্বইয়ে বৃষ্টির কারণে বিশ্বকাপ ফাইনাল শুরু হতে দেরি হয়। বিকাল ৫টা থেকে শুরু হয় সেই ম্যাচ। তত ক্ষণে পুরুষদের খেলা প্রায় শেষ হয়ে গিয়েছে।

ভারতীয় দলের সাজঘরের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, টেবিলের উপর একটি আইপ্যাড রাখা। তাতে খেলা চলছে। মন দিয়ে দেখছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁরা চেয়ারে বসে রয়েছেন। তাঁদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিংহেরা। তাঁদের মন আইপ্যাডে।

Advertisement

রবিবার হরমনপ্রীত কৌরদের ফাইনালের আগে দলকে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, “‘‘ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের পক্ষ থেকে মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’’ এর পরই পরামর্শ দিয়ে হরমনপ্রীতদের বলেছেন, ‘‘এই সুযোগটা উপভোগ করো। নির্ভীক থাকার চেষ্টা করো। ভুল হতে পারে ভেবে ভয় পাবে না। তোমরা ইতিমধ্যেই দেশকে গর্বিত করেছ।’’ শুভমন, সূর্যকুমারদের যে মানসিকতা নিয়ে খেলতে বলেন, হরমনপ্রীতদেরও সেই মানসিকতা নিয়ে ফাইনাল খেলার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তাঁর বার্তা সমাজমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটারেরাও। সূর্যকুমার বলেছেন, ‘‘বিশ্বকাপ ফাইনালের জন্য আমাদের মহিলা দলকে শুভেচ্ছা। মাঠে নেমে উপভোগ করো। নিজেদের উপর বিশ্বাস রাখো। এখনও পর্যন্ত তোমরা দুর্দান্ত খেলেছ।’’ জসপ্রীত বুমরাহ বলেছেন, ‘‘ম্যাচটা উপভোগ কর। বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। আলাদা বা বাড়তি কিছু চেষ্টা করার দরকার নেই। খুব ভাল খেলছ তোমরা। নিজেদের উপর আস্থা রাখো এবং উপভোগ করো। মাঠে শুধু নিজেদের সেরাটা দাও। বাকি সব আপনা আপনিই হয়ে যাবে।’’ মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অক্ষর পটেল, অর্শদীপ সিংহ-সহ ভারতীয় দলের সব ক্রিকেটারই। শুধু শুভেচ্ছা পাঠানো নয়, হরমনপ্রীতদের খেলাও দেখছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement