রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
দলে না থেকেও বিতর্কে জড়ালেন রিঙ্কু সিংহ। হোবার্টে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। একটি ক্যাচ ধরে আউটের আবেদন করেন রিঙ্কু। কিন্তু পরে রিপ্লে-তে দেখা যায়, বল আগেই মাটিতে পড়েছে। রিঙ্কুর আবেদন নাকচ করে দেন তৃতীয় আম্পায়ার।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ঘটে সেই ঘটনা। সেই ওভারে অর্শদীপের সিংহের প্রথম বল লং অনে মারার চেষ্টা করেন মার্কাস স্টোইনিস। অনেকটা দৌড়ে সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন রিঙ্কু। খালি চোখে দেখে মনে হচ্ছিল, দুর্দান্ত ক্যাচ ধরেছেন তিনি। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন মাঠের আম্পায়ার।
রিপ্লে-তে দেখা যায়, রিঙ্কু বল ধরার আগেই বল মাটিতে পড়েছে। তার পর তালুবন্দি করেছেন ভারতীয় ক্রিকেটার। ফলে তৃতীয় আম্পায়ার নট আউট দেন। ওভারের বাকি পাঁচ বলে তিনটি চার মারেন স্টোইনিস। দু’ওভার পরেই অর্শদীপের বলেই স্টোইনিসের ক্যাচ ধরেন রিঙ্কু। ৩৯ বলে ৬৪ রান করে আউট হন স্টোইনিস।
রিঙ্কুর আবেদন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, রিঙ্কু তো ক্যাচ ধরার সময় বুঝতে পেরেছিলেন যে বল আগে মাটিতে পড়েছে। তা হলে তিনি কেন আউটের আবেদন করলেন? তাঁর উচিত ছিল বলে দেওয়া যে বল আগে মাটিতে পড়েছে। অনেক ক্রিকেটারই সেটা করে থাকেন। যেখানে রিপ্লে-তে পুরো ঘটনা বোঝা যাবে, সেখানে কেন তিনি আউটের আবেদন করলেন। আবার রিঙ্কুর পাশেও দাঁড়িয়েছেন অনেকে। তাঁদের মতে, ওই সময়ে ভাল ভাবে বোঝা যায় না যে বল আগে মাটিতে পড়েছে কি না। ফিল্ডার হিসাবে রিঙ্কু ঠিক আবেদনই করেছেন। বাকি সিদ্ধান্ত আম্পায়ারের।
হোবার্টে ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। ৯ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে রান তাড়া করে জিতে নেয় ভারত।