ICC Champions Trophy 2025

ফাইনালের আগে গম্ভীরদের উল্টো সুর শামির গলায়! মেনে নিলেন, বাড়তি সুবিধা পাচ্ছে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলছে, তাতে দল বাড়তি সুবিধা পাচ্ছে— এই অভিযোগ বার বার তুলছেন অন্য দলের ক্রিকেটারেরা। এ বার দুবাইয়ে সব ম্যাচ খেলার সুবিধার কথা স্বীকার করলেন শামি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৭:৩৫
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

বার বার অভিযোগ উঠছে ভারতের দিকে। বার বার তা নাকচ করছেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলছে, তাতে দল বাড়তি সুবিধা পাচ্ছে— এই অভিযোগ বার বার তুলছেন অন্য দলের ক্রিকেটারেরা। এ বার দুবাইয়ে সব ম্যাচ খেলার সুবিধার কথা স্বীকার করলেন মহম্মদ শামি।

Advertisement

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত। এক মাত্র ভারত দুবাইয়ে সব ম্যাচ খেলছে। অন্য দলগুলি পাকিস্তানে খেলছে আবার ভারতের সঙ্গে খেলতে দুবাইয়ে আসছে। সেই প্রসঙ্গে শামি বলেন, “আমরা সুবিধা পাচ্ছি। এখানকার পিচ এবং আবহাওয়া আমাদের পরিচিত। একটা মাঠেই সব ম্যাচ খেলছি বলে আমাদের সুবিধা হচ্ছে।”

পাকিস্তানে খেলতে না গিয়ে ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পর ফের বাড়তি সুবিধার প্রশ্ন করতেই গম্ভীর বলেছিলেন, “অন্যায্য সুবিধা নিয়ে অনেক চর্চা হচ্ছে শুনছি। কিসের অন্যায্য সুবিধা? আমরা এখানে একটা দিনও অনুশীলন করিনি। আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করছি। এখানকার ও ওখানকার পরিস্থিতির ১৮০ ডিগ্রি পার্থক্য রয়েছে।”

Advertisement

গম্ভীরের সংযোজন, “আপনারা যদি দুটো জায়গার উইকেট দেখেন, তা হলেই আকাশ-পাতাল পার্থক্যের কথা বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ বড্ড বেশি বকবক করে। ওদের এ বার বড় হতে হবে। এখানে কোনও অন্যায্য সুবিধা পাইনি বা পাওয়ার প্রত্যাশাও করিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement