ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে কাকে দিয়ে ভারতের বোলিং শুরু করা উচিত? পরামর্শ অশ্বিনের

এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার ব্যাটারের ১৩৭ রানের ইনিংস শেষ করে দিয়েছিল রোহিত শর্মাদের জয়ের স্বপ্ন। মঙ্গলবার আরও এক বার ভারতের সামনে সেই হেড। কী ভাবে মোকাবিলা করবে ভারত? পরামর্শ রবিচন্দ্রন অশ্বিনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৩:০৭
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

ভারতীয় সমর্থকদের দুঃস্বপ্নে এখনও হানা দেন ট্রেভিস হেড। এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার ব্যাটারের ১৩৭ রানের ইনিংস শেষ করে দিয়েছিল রোহিত শর্মাদের জয়ের স্বপ্ন। মঙ্গলবার আরও এক বার ভারতের সামনে সেই হেড। কী ভাবে মোকাবিলা করবে ভারত? পরামর্শ রবিচন্দ্রন অশ্বিনের।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুবাইয়ে খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হেডকে থামাতে বরুণ চক্রবর্তীকে ব্যবহার করার উপদেশ দিলেন অশ্বিন। তিনি বলেন, “নতুন বল বরুণের হাতে তুলে দেওয়া উচিত। হেডকে ওভার দ্য স্টাম্প বল করুক বরুণ। হেড তিনটে স্টাম্প দেখিয়ে ব্যাট করে। অনেক সময় সরে গিয়ে ফিল্ডারদের উপর দিয়ে খেলতে চায়। সেটাকে কাজে লাগাতে পারে বরুণ। দারুণ একটা লড়াই হতে পারে।”

অশ্বিন মনে করেন, পাওয়ার প্লে-তে বরুণকে বল দিলে ভারতের সুবিধা হবে। তিনি বলেন, “বরুণের বিরুদ্ধে হেড আগ্রাসী ব্যাটিং না করলে অবাক হব। ও চাইবে ঝুঁকি নিতে। হেড নয় অস্ট্রেলিয়ার শুরুটা ভাল করবে, না হলে ভারত দ্রুত ওর উইকেট পাবে। যদি হেড বরুণের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং না করে, তা হলেও অন্তত পাঁচ ওভার করানো উচিত নতুন বলে। কারণ অস্ট্রেলিয়া দলে অনেক জন ডানহাতি আছে। তাদের জন্য রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল আছে।”

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পর পর তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয় বরুণকে। সেই ম্যাচে পাঁচটি উইকেট নেন ভারতীয় স্পিনার। মনে করা হচ্ছে সেমিফাইনালে তাঁকে বসানো কঠিন হবে। যদিও ভারতীয় দল কী সিদ্ধান্ত নেবে তা নিশ্চিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement