শুভমন গিল। —ফাইল চিত্র।
অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়ে নজর কেড়েছেন শুভমন গিল। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডে টেস্ট সিরিজ় ড্র করে ফিরেছে ভারত। এ বার অন্য একটা দলের নেতৃত্বে দেখা যাবে শুভমনকে। দেশের হয়ে খেলা শেষে এ বার ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফিতে দেখা যাবে তাঁকে।
২৮ অগস্ট থেকে শুরু দলীপ ট্রফি। এ বার আবার পুরনো অঞ্চলভিত্তিক ফরম্যাটে ফিরেছে এই প্রতিযোগিতা। সেখানেই উত্তরাঞ্চলের অধিনায়ক করা হয়েছে শুভমনকে। শেষ বার ২০২৩-২৪ মরসুমে এই প্রতিযোগিতা অঞ্চলভিত্তিক হয়েছিল। দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার শুভমনের নেতৃত্বে উত্তরাঞ্চল কেমন খেলে সেটাই দেখার।
ইংল্যান্ড সফরের আগে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ায় শুভমনকে অধিনায়ক করা হয়। নতুন অধিনায়ক হিসাবে প্রথম সফরই ছিল ইংল্যান্ডে। কঠিন সফরেও নজর কেড়েছেন তিনি। ভারত ২-২ ড্র করে ফিরেছে। হেডিংলে ও লর্ডসে জেতার সুযোগ থাকলেও হারতে হয়েছে তাদের। নইলে অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়েই ইংল্যান্ড থেকে জিতে ফিরতেন শুভমন। তাঁর অধিনায়কত্বের প্রশংসা হয়েছে। শুভমনকে লম্বা রেসের ঘোড়া মনে করছেন অনেকে।
অধিনায়কত্বের পাশাপাশি ইংল্যান্ডে নজর কেড়েছে শুভমনের ব্যাটিং। সিরিজ় শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, সিরিজ়ে সর্বাধিক রানের মালিক হতে চান। সেটা করে দেখিয়েছেন। পাঁচ টেস্টে ৭৫৪ রান করেছেন শুভমন। হেডিংলেতে প্রথম ইনিংসেই শতরান দিয়ে শুরু করেছিলেন। এজবাস্টনে দুই ইনিংসেই শতরান করেন। তার মধ্যে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছিলেন তিনি। পরে ম্যাঞ্চেস্টারে ম্যাচ বাঁচানোর লড়াইয়েও একটা শতরান করেন শুভমন।
ভারত অধিনায়ক হিসাবে টেস্টে এক সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ড করেছেন শুভমন। বিশ্বের অধিনায়কদের মধ্যে এক সিরিজ়ে সর্বাধিক রানের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে। শীর্ষে স্যর ডন ব্র্যাডম্যান (৮১০)। এক সিরিজ়ে সবচেয়ে বেশি শতরানের নজিরেও ব্র্যাডম্যান ও সুনীল গাওস্করকে ছুঁয়েছেন শুভমন। শুরুটা ভাল হয়েছে তাঁর। এখন দেখার, ঘরোয়া ক্রিকেটেও সেই ছন্দ তিনি দেখাতে পারেন কি না।