শুভমন গিল। —ফাইল চিত্র।
ওভালে নিজের ভুলে রান আউট হয়েছেন শুভমন গিল। ফর্মে থাকা অধিনায়কের আউটে হতাশ ভারতীয় শিবির। প্রথম দিনের খেলার পর ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের কথাতেও ধরা পড়েছে সেই হতাশা। তিনি কিছুটা বিরক্তও।
প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর দুশখাতে বলেছেন, ‘‘শুভমন দুর্দান্ত ফর্মে রয়েছে। ওকে দেখে মনে হচ্ছে, ব্যাট করা খুব সহজ। ওভালেও সে ভাবে শুরু করেছিল। মধ্যাহ্নভোজের বিরতির সময় আমরা ধরে খেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু একটা ভুলে রান আউট হয়ে গেল। খুবই দুর্ভাগ্যজনক। ভাল ফর্মে থাকা ব্যাটারের এ ভাবে আউট হওয়া মেনে নেওয়া কঠিন।’’ সহকারী কোচের মতে, এই ধরনের ভুল ক্রিকেটেরই অঙ্গ।
শুভমনের আউট ভারতের জন্য বড় ধাক্কা ছিল। ক্ষতি মেনে নিয়েছেন দুশখাতে। চাপের মুখে করুণ নায়ারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। দুশখাতে বলেছেন, ‘‘একটা সময় বেশ চাপ তৈরি হয়েছিল। সেই সময় করুণ বেশ ভাল ব্যাট করল। ওর দক্ষতার উপর আস্থা ছিল আমাদের। করুণের ইনিংস আমাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।’’