India vs England 2025

করুণ অপেক্ষা! ৩১৪৯ দিন সময় নিলেন টেস্টে দ্বিতীয় অর্ধশতরান করতে, তালিকায় শীর্ষে কে?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে তেমন রান পাচ্ছিলেন না করুণ নায়ার। আট বছর পর টেস্ট দলে ফেরা ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৫:৫৬
Share:

করুণ নায়ার। ছবি: এক্স।

চলতি সিরিজ়ে বৃহস্পতিবার প্রথম অর্ধশতরান করেছেন করুণ নায়ার। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের ২২ গজে প্রথম টেস্ট অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতরান করলেন ওভালে। টেস্টে দ্বিতীয় অর্ধশতরান করতে করুণ সময় নিয়েছেন ৩১৪৯ দিন! তবু নজির গড়তে পারেননি কর্নাটকের ব্যাটার।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে দুটো অর্ধশতরানের মধ্যে সর্বোচ্চ ব্যবধান ৪৪২৬ দিনের। এই নজিরের মালিক পার্থিব পটেল। ২০০৪ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলার পর ২০১৬ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। যে সিরিজ়ে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলে করুণ নজর কেড়েছিলেন, সেই সিরিজ়েই ৬৭ রানের ইনিংস খেলেন পার্থিব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের আর কোনও ক্রিকেটারের দুটো টেস্ট অর্ধশতরানের মধ্যে এত দিনের তফাৎ নেই। ৩১৪৯ দিন পর টেস্ট অর্ধশতরান করে করুণ এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে তেমন রান পাচ্ছিলেন না করুণ। আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফেরা ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ওভালে চাপের মুখে খেলা বৃহস্পতিবারের ইনিংস খানিকটা স্বস্তি দিতে পারে তাঁকে। বৃহস্পতিবার পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন করুণ। সে সময় ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল ভারতীয় দল। সেখান থেকে দলকে কিছুটা ভাল জায়গায় পৌঁছে দিয়েছে করুণের ব্যাট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement