ক্রিস ওকস। ছবি: রয়টার্স।
সত্যি হল আশঙ্কা। ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ইংল্যান্ডের জোরে বোলার ক্রিস ওকস। বৃহস্পতিবার খেলার শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ওকস। তখনই বোঝা গিয়েছিল, ওকসের চোট যথেষ্ট গুরুতর।
দ্বিতীয় দিনের খেলা শুরু আগেই ছিটকে গেলেন ওকস। শুক্রবার সকালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দিয়েছে, ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ওকস। তবে তাঁর চোট কতটা গুরুতর, তা জানানো হয়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওকসের মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
বৃহস্পতিবার ভারতের ইনিংসের ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি বাঁচালেও চোট পান। ঝাঁপিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় বাঁ কাঁধে চোট পান। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ইংল্যান্ডের ফিজিয়োর সাহায্য নিয়ে বাঁ হাতে সোয়েটার জড়িয়ে মাঠ ছাড়েন। বৃহস্পতিবার রাতেই স্ক্যান করানো হয়েছে। শুক্রবার রিপোর্ট পাওয়ার বোঝা যাবে, তাঁর মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে।
চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সে সময় ক্রিকেটে পরিবর্ত ক্রিকেটার খেলানোর নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, শুধু কনকাশন সাব নয়, যে কোনও গুরুতর আঘাতের ক্ষেত্রেই পরিবর্ত ক্রিকেটার খেলানোর সুযোগ থাকা উচিত। তাঁর সেই বক্তব্য সমর্থন করেননি বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক নিজেই চোটের জন্য পঞ্চম টেস্ট খেলতে পারছেন না। এ বার তাঁর দলকেও ওভাল টেস্টের বাকি অংশ খেলতে হবে এক জন কম বোলার এবং ব্যাটার নিয়ে।