Jasprit Bumrah

চোটের জন্য পূর্ণ বিশ্রাম! হেসে উড়িয়ে দিলেন বুমরাহ নিজেই, কী জানালেন তিনি?

সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করানোর জন্য। তার পর থেকেই বুমরাহের পিঠের চোট নিয়ে নানা জল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২২:৪৭
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

পূর্ণ বিশ্রামের (বেড রেস্ট) খবর উড়িয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাওয়া পিঠের চোটের জন্য চিকিৎসক তাঁকে পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এই মর্মে খবর ছড়ায় বুধবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলা নিয়ে তৈরি হয় সংশয়। বিষয়টি পৌঁছনোর পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের অন্যতম সেরা জোরে বোলার।

Advertisement

বুমরাহের এক ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে পূর্ণ বিশ্রামের কথা বলা হয়। বলা হয়, দেশে ফেরার পর নিউ জ়িল্যান্ডের অস্থিশল্য চিকিৎসক রোয়ান শটেনের পরামর্শ নেন বুমরাহ। ২০২৩ সালে তিনি বুমরাহর পিঠে অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচার করা জায়গাই ফুলে গিয়েছে। চিকিৎসক আপাতত ওকে বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পিঠের ফোলা অংশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাবধানে থাকতে হবে। তার পর ঠিক করা হবে পরবর্তী চিকিৎসার পদ্ধতি।

বিষয়টি জানার পর বুমরাহ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমি জানি ভুয়ো খবর সহজেই ছড়িয়ে পড়ে। খবরটা শুনে খুব হেসেছি। সূত্রটি ভরসাযোগ্য নয়।’’ লেখার সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি। বুমরাহ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তাঁর চোট যতটা গুরুতর বলা হচ্ছে, তা আদৌ নয়। তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে নেই।

Advertisement

বর্ডার-গাওস্কর ট্রফির সিডনি টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করানোর জন্য। সে দিন মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করে উঠে যেতে হয় তাঁকে। ব্যাট করতে নামলেও আর বল করেননি ম্যাচের বাকি অংশে। তার পর থেকেই বুমরাহের চোট নিয়ে নানা জল্পনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement