Women's T20 World Cup

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বিরাট চিন্তা ভারতের, হঠাৎ কী হল?

মন্ধানা দলের সহ-অধিনায়কই শুধু নন, ওপেনার হিসাবেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। শুরুটা ভাল করতে পারলে ম্যাচে অনেকটাই প্রাধান্য থাকবে ভারতের হাতে। তাঁকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৭
Share:

হরমনপ্রীতের দলে হঠাৎ চিন্তা। ফাইল ছবি

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগেই বড় ধাক্কা খেতে পারে হরমনপ্রীত কৌরের দল। সেই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ওপেনার স্মৃতি মন্ধানা। প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও পুরোপুরি সারেনি বলেই জানা গিয়েছে।

Advertisement

মন্ধানা দলের সহ-অধিনায়কই শুধু নন, ওপেনার হিসাবেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। শুরুটা ভাল করতে পারলে ম্যাচে অনেকটাই প্রাধান্য থাকবে ভারতের হাতে। তবে মন্ধানার থাকা এখন নির্ভর করছে দলের চিকিৎসকদের হাতে। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। সংবাদ সংস্থাকে আইসিসি-র এক সূত্র বলেছেন, “প্রস্তুতি ম্যাচে ওর চোট লেগেছে। বিশ্বকাপ থেকেই ছিটকে যাবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। তবে পাকিস্তান ম্যাচে হয়তো না-ও খেলতে পারে।”

চোটের কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মন্ধানা ওপেন করেননি। নামেন তিনে। মাত্র তিনটি বল খেলেছিলেন। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। শুধু মন্ধানা নয়, আশঙ্কা রয়েছে অধিনায়ক হরমনপ্রীতকে নিয়েও। দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ়ে তাঁর কাঁধে চোট লেগেছে। ফাইনালের পর হরমন বলেন, “শারীরিক ভাবে ঠিক জায়গাতেই রয়েছি। আশা করি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।” তবে প্রস্তুতি ম্যাচের কোনওটিতেই তাঁকে ব্যাট করতে দেখা যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন