স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।
মহিলাদের এক দিনের বিশ্বকাপে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ভারতের। তার দু’দিন আগে সুখবর ভারতীয় শিবিরে। হরমনপ্রীত কৌরের দল যেমন বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে রেখেছে, তেমনই স্মৃতি মন্ধানাও রয়েছেন প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে।
বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করছেন। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। সাতটি ম্যাচে মন্ধানা করেছেন ৩৬৫ রান। গড় ৬০.৮৩। এই পারফরম্যান্সের জোরে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন মন্ধানা। শুধু তাই নয়, তালিকায় প্রথমেই রয়েছেন তাঁর নাম।
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রতিযোগিতার সেরা ক্রিকেটারদের তালিকায় প্রকাশ করেছে। সেই তালিকায় মন্ধানা ছাড়া আছেন ভারতের দীপ্তি শর্মাও। তিনি সাত ম্যাচে ১৫টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। ব্যাট হাতেও দু’টি অর্ধশতরান করেছেন তিনি। দুই ভারতীয় ছাড়াও তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালানা কিং, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ডট, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি, অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের হিদার নাইট। লড়াই কঠিন। তবু ন’জনের তালিকায় মন্ধানা এবং দীপ্তির জায়গা পাওয়া সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরের মনোবল বৃদ্ধি করতে পারে।
মন্ধানা প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে এক দিনের ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। এক ক্যালেন্ডার বছরে এক দিনের ক্রিকেটে পাঁচটি শতরান করে ছুঁয়েছেন তাজ়মিন ব্রিটসের নজির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও হরমনপ্রীতের অন্যতম ভরসা মন্ধানা। অধিনায়ক তাকিয়ে থাকবেন দীপ্তির দিকেও। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ২২ গজে ভাল কিছু করতে পারলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আরও কিছুটা এগিয়ে যাবেন মন্ধানা-দীপ্তি।