শুভমন গিল। —ফাইল চিত্র।
বেন স্টোকসকে হারিয়ে দিলেন শুভমন গিল। তাঁর কাছে হেরে গেলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক উইয়ান মুলডারও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিচারে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে চার বার মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন শুভমন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন শুভমন। জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসাবে তাঁকেই বেছে নিল আইসিসি। জুলাই মাসে টেস্ট ক্রিকেটে ৫৬৭ রান করেন শুভমন। গড় ৯৪.৫০। একটা টেস্টে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৪০০-র বেশি রান করেন। রয়েছে বার্মিংহামে তাঁর ২৬৯ রানের ইনিংসও। আইসিসির পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শুভমন বলেছেন, ‘‘জুলাই মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে খুব ভাল লাগছে। দারুণ অনুভূতি। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ় খেললাম। তাই এই পুরস্কারটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে দ্বিশতরানের ইনিংসটা সারা জীবন মনে থাকবে।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের অভিজ্ঞতা নিয়ে শুভমন আরও বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় আমার কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা। দু’দলের ক্রিকেটারেরাই দুর্দান্ত কিছু পারফরম্যান্স করেছে। আমার মনে হয়, দু’দলের ক্রিকেটারেরাই এই সিরিজ়টা বহু দিন মনে রাখবে। পুরস্কারের জন্য আমাকে নির্বাচিত করায় বিচারকদের ধন্যবাদ। আমার সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। আগামী মরসুমেও এই ফর্ম ধরে রাখার চেষ্টা করব। দেশকে আরও সাফল্য এনে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’
পুরস্কারের দৌড়ে থাকা স্টোকস জুলাই মাসে টেস্টে ৫০.২০ গড়ে করেন ২৫১ রান। বল হাতে ২৬.৩৩ গড়ে নেন ১২ উইকেট। একই টেস্টে শতরান করার পাশাপাশি ৫ উইকেটও নেন। অন্য দিকে, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানের অপরাজিত ইনিংসের জন্য লড়াইয়ে ছিলেন মুলডারও। জুলাই মাসে টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ২৬৫.৫০ গড়ে করেন ৫৩১ রান। বল হাতে নেন ৭ উইকেট।