(বাঁ দিকে) বিরাট কোহলি এবং স্মৃতি মন্ধানা (ডান দিকে)। —ফাইল চিত্র।
বিক্রিই হয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী ৩১ মার্চের আগেই সম্ভবত নতুন মালিক পেয়ে যাবে বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের দল। আইপিএলের দলটির মালিক সংস্থা ডিয়াজিও সরকারি ভাবে জানিয়েছে, বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিয়াজিও। ব্রিটিশ সংস্থাটি একে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’ বলে অভিহিত করেছে। উল্লেখ্য, ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা আয়োজিত আইপিএল এবং ডব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দু’টি দল। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও আশাবাদী সংস্থাটি।
ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর বলেছেন, ‘‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ। তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে, এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপটি ইউএসএল এবং ডিয়াজিও-র ভারতের এন্টারপ্রাইজ পোর্টফোলিও পর্যালোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে যাতে আরসিএসপিএল-এর সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে তার সমস্ত স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদী মূল্যের স্থিতিশীল সরবরাহ সম্ভব হয়।’’
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আরসিবি বিক্রি করে দিতে চায় ডিয়াজিও। ক্রিকেটের সঙ্গে আর সরাসরি যুক্ত থাকতে চায় না তারা। ২০২৫ সালেই প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলিরা। ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন হন মন্ধানারাও। দু’বছর পর পর সাফল্য আসার পর ডিয়াজিওর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের কাছে বিস্ময়ের।