IPL

আইপিএলে নতুন অধিনায়ক পঞ্জাবের, ময়ঙ্কে অখুশি দল, কে হলেন নতুন নেতা

বুধবার পঞ্জাব ফ্র্যাঞ্চাইজ়ির বোর্ডের বৈঠকে নতুন অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। সায় দিয়েছেন দলের নতুন প্রধান কোচ ট্রেভর বেলিসও। ময়ঙ্কের পারফরম্যান্সে এক দমই খুশি নন পঞ্জাব কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ২১:৪৮
Share:

আগামী বছর আর পঞ্জাবকে নেতৃত্ব দেবেন না ময়ঙ্ক। ছবি: টুইটার।

ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগই পান না। তবু তাঁকেই আগামী মরসুমের অধিনায়ক হিসাবে বেছে নিল আইপিএল ফ্রাঞ্চাইজ়ি পঞ্জাব কিংস। ময়ঙ্ক অগ্রবালের পরিবর্তে আগামী মরসুমে পঞ্জাবকে নেতৃত্ব দেবেন শিখর ধবন।

Advertisement

গত মরসুমে ময়ঙ্কের নেতৃত্বে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পঞ্জাব। তাঁর নেতৃত্ব নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে বলেও সূত্রের খবর। সে কারণেই নেতৃত্ব বদলের সিদ্ধান্ত। বুধবার পঞ্জাব ফ্র্যাঞ্চাইজ়ির বোর্ডের বৈঠকে ধবনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক করার ব্যাপারে সায় দিয়েছেন দলের নতুন প্রধান কোচ ট্রেভর বেলিসও।

আইপিএলের গত নিলামের আগে ময়ঙ্ক এবং আরশদীপ সিংহকে ধরে রেখেছিল পঞ্জাব। নিলাম থেকে তারা প্রথম দলে নেয় ধবনকে। ২০১৬ মরসুম থেকে রান করার নিরিখে আইপিএলের অন্যতম ধারাবাহিক ব্যাটার ধবন। তাঁকে দলে নিতে ৮ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছিল পঞ্জাব। ২০২০ মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬১৮ রান করেছিলেন ৩৬ বছরের আগ্রাসী ব্যাটার। লোকেশ রাহুলের অভাব পূরণ করতে ধবনকে দলে নিয়েছিল পঞ্জাব।

Advertisement

ভারতীয় দলে অনিমিত হয়ে পড়েছেন ধবন। টি-টোয়েন্টি বা টেস্ট দলে সুযোগ পান না। এক দিনের ক্রিকেটে ভারতের ইনিংস শুরু করার ক্ষেত্রে এখনও অন্যতম ভরসা বাঁহাতি ওপেনার। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের অনুপস্থিতি তাঁর হাতেই থাকে নেতৃত্ব দায়িত্ব। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজ়িল্যান্ড সফরেও এক দিনের সিরিজ়ে অধিনায়ক ধবন। তাঁর হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিল আইপিএলের পঞ্জাব ফ্র্যাঞ্চাইজ়ি। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন ধবন। সেই অর্থে তিনি প্রতিযোগিতার অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়।

অন্য দিকে, ময়ঙ্কের পারফরম্যান্সে খুশি নন পঞ্জাব ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ। তাঁকে ছেড়ে দেওয়ার পক্ষে বোর্ডের একাধিক সদস্য। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বুধবারের বৈঠকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন