শ্রেয়সের ব্যাটে লেখা ‘হিটম্যান’ শব্দ (বৃত্তের মধ্যে)। ছবি: সমাজমাধ্যম।
শ্রেয়স আয়ার কি রোহিত শর্মার ব্যাট নিয়ে খেলতে নামছেন? রবিবার নিউ জ়িল্যান্ড ম্যাচে শ্রেয়সের একটি ছবি ঘিরে তেমনই জল্পনা তৈরি হয়েছে। দেখা গিয়েছে শ্রেয়সের ব্যাটে লেখা রয়েছে ‘হিটম্যান’। রোহিতের ব্যাটেও একই শব্দ লেখা থাকে।
রোহিতের ব্যাটে যে সংস্থার ‘লোগো’ লাগানো, তারই পাশে এক কোণে ‘হিটম্যান’ শব্দটি লেখা থাকে। রোহিতের মতোই শ্রেয়সের ব্যাটেও ‘হিটম্যান’ শব্দটি লেখা রয়েছে। তাই সমর্থকদের ধারণা, রোহিতের ব্যাট নিয়েই খেলতে নেমেছেন শ্রেয়স।
তবে নিউ জ়িল্যান্ড ম্যাচে প্রথম নয়, এর আগে পাকিস্তান ম্যাচেও একই ব্যাট নিয়ে খেলতে দেখা গিয়েছিল শ্রেয়সকে। সে সময় অবশ্য বিষয়টি নিয়ে অত হইচই হয়নি। তবে রবিবারের ঘটনা নতুন করে শ্রেয়সের ব্যাট নিয়ে কৌতূহল বাড়িয়েছে। যদিও রোহিত বা শ্রেয়স কেউই এখনও এ ব্যাপারে মুখ খোলেননি।
‘হিটম্যান’ শব্দটি রোহিতের সঙ্গে বহু দিন ধরেই জুড়ে রয়েছে। বড় বড় শট খেলার জন্যই এই নাম দেওয়া হয়েছে তাঁর। অতীতে এক সাক্ষাৎকারে রোহিত এই নামের উৎপত্তির কথা জানিয়েছিলেন। ২০১৩ সালে একটি ম্যাচে দ্বিশতরানের পর রোহিতের কাছে সম্প্রচারকারী চ্যানেলের একজন এসে বলেছিলেন, ‘স্যর, আপনিই ভারতীয় দলের আসল হিটম্যান’। ধারাভাষ্যকারেরা সেই শব্দ লুফে নেন। সম্প্রচারের সময় রবি শাস্ত্রী সবার প্রথম এই শব্দ ব্যবহার করেন। পরে গোটা বিশ্বে সেটি ছড়িয়ে পড়ে।