Hardik Pandya and Jasprit Bumrah

বুমরাহ-হার্দিককে নিয়ে ঝুঁকি নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দু’জনেরই না খেলার সম্ভাবনা

চোট থেকে সেরে ওঠা হার্দিক আপাতত শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করবেন। অন্য দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নীতি অনুসারে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২০:১১
Share:

জসপ্রীত বুমরাহ (বাঁ দিকে) ও হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দুই সিনিয়র ক্রিকেটারকে পাবে না ভারত। সংবাদ সংস্থা পিটিআই- এর এক প্রতিবেদন অনুসারে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্য তিন ম্যাচের এই সিরিজ়ে খেলতে পারবেন না।

Advertisement

কোয়াড্রিসেপসের চোট থেকে সেরে ওঠা হার্দিক আপাতত শুধুমাত্র সংক্ষিপ্ততম ফর্ম্যাট অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে জানা গিয়েছে। অন্য দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নীতি অনুসারে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে।

এই বছরের এশিয়া কাপের সময় হার্দিক চোট পান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সুপার-ফোরের শেষ ম্যাচে প্রথম ওভার বল করে একটি উইকেট নিয়েছিলেন হার্দিক। তারপরেই মাঠ থেকে বেরিয়ে যান। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি। তারপর থেকে তিনি মাঠের বাইরে।

Advertisement

বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ‘‘হার্দিক এই মুহূর্তে কোয়াড্রিসেপসের চোট থেকে ভাল ভাবে সেরে উঠছেন। তিনি সেন্টার অফ এক্সিলেন্সে তার আরটিপি (রিটার্ন টু প্লে) রুটিন করছেন। কিন্তু এখনই সরাসরি ৫০ ওভারের ম্যাচে খেলা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হার্দিক এবং বিসিসিআই-এর চিকিৎসক দল শুধু টি-টোয়েন্টিতেই মনোনিবেশ করবেন।’’

হার্দিক সম্ভবত বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলবেন। তারপর দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলবেন।

এদিকে, জানুয়ারিতে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। বিসিসিআই অত্যন্ত সতর্কতার সঙ্গে বুমরাহের চোট সামলাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে মাত্র তিনটি টেস্টে খেলানো হয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement