Jasprit Bumrah

তৈরি হচ্ছেন বুমরা, নিজেই সে কথা গোটা বিশ্বকে জানিয়ে দিতে বললেন ভারতীয় পেসার

মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন বুমরা। সেই ভিডিয়োতেই বুমরার মাঠে ফেরার কথা রয়েছে। ভারতীয় পেসার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন বলে শোনা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৮:২৬
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

যশপ্রীত বুমরা ফিরছেন। মাঠে নামার জন্য ছটফট করছেন তিনি। মঙ্গলবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন বুমরা। সেই ভিডিয়োতেই বুমরার মাঠে ফেরার কথা রয়েছে। ভারতীয় পেসার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন বলে শোনা গিয়েছে। কিন্তু বুমরার যেন আর তর সইছে না।

Advertisement

বুমরা যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে আমেরিকার শন কুম্বসের একটি গান রয়েছে। ‘কামিং হোম’ নামক গানটির বাংলায় অর্থ, ‘ফিরছি আমি, বিশ্বকে বলে দাও আমি ফিরছি’। গানের এই কথাগুলিই সমর্থকদের আশা বাড়িয়ে দিচ্ছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি খেলতে দেখা যাবে বুমরাকে।

বুমরাকে ফেরানোর চেষ্টায় ভারতীয় দলও। এই বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে বুমরার মতো অভিজ্ঞ পেসারকে দলে চাইছে ভারত। চোট সারিয়ে বুমরা এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। সেখানে প্রতি দিন ৮-১০ ওভার করে বল করছেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হতে পারে বুমরাকে।

Advertisement

মার্চে অস্ত্রোপচার হয় বুমরার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব হয় তাঁর। সেখানে ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতে রিহ্যাব হয় বুমরার। সুস্থ হয়ে এখন তিনি পূর্ণশক্তিতে প্রতি দিন ৮-১০ ওভার বল করছেন বলে জানা গিয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে। বুমরাকে সেখানে ফেরানোর পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু বুমরা যে ভাবে দ্রুত উন্নতি করছেন, তাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে তাঁকে।

এক দিনের বিশ্বকাপে বুমরাকে দলে রাখার জন্য মরিয়া ভারত। বেশ কয়েক মাস ধরেই দলের বাইরে রয়েছেন বুমরা। তাঁর অস্ত্রোপচার হয়েছে। রিহ্যাব হয়েছে। এখন তিনি কোনও অসুবিধা ছাড়াই বল করছেন ক্রিকেট অ্যাকাডেমিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন