Jasprit Bumrah

তিন ফরম্যাটে সব ম্যাচ খেলা সম্ভব নয়, বেছে বেছে খেলতে চান বুমরাহ, রোহিত-কোহলির পর অবসরের ইঙ্গিত জোরে বোলারের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ খেলতে মুখিয়ে। তবে আধুনিক ক্রিকেটে তিন ফরম্যাটে দীর্ঘ দিন খেলা যে সম্ভব নয় এটা বলে দিলেন জসপ্রীত বুমরাহ। তাই ভবিষ্যতে বেছে বেছে খেলার উপরে জোর দিতে চান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:৪৮
Share:

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ খেলতে মুখিয়ে। তবে আধুনিক ক্রিকেটে তিন ফরম্যাটে দীর্ঘ দিন খেলা যে সম্ভব নয় এটা বলে দিলেন জসপ্রীত বুমরাহ। তাই ভবিষ্যতে বেছে বেছে খেলার উপরে জোর দিতে চান তিনি। একই সঙ্গে জানিয়েছেন, তিন বছর বাদে অলিম্পিক্সেও খেলতে আগ্রহী।

Advertisement

একটি পডকাস্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের প্রশ্নের উত্তরে বুমরাহ বলেছেন, “দীর্ঘ দিন ধরে সব ফরম্যাটে খেলে যাওয়া যে কোনও ক্রিকেটারের পক্ষেই কঠিন। বেশ কয়েক বছর ধরে এই কাজ আমি করছি। তবে নিজেকে বুঝতে হবে শরীরের অবস্থা কেমন এবং কোন প্রতিযোগিতায় খেলা বেশি জরুরি।”

৩১ বছরের বুমরাহ দেশের হয়ে ৪৫টি টেস্ট, ৮৯টি এক দিনের ম্যাচ এবং ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন। মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলেছেন ১৪৩টি ম্যাচ।

Advertisement

বুমরাহ আরও বলেছেন, “আপনাকে বেছে বেছে খেলতেই হবে। শরীরকে কী ভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। ক্রিকেটার হিসাবে আমি কোনও ম্যাচই ছাড়তে রাজি নই। সব ম্যাচে খেলতে চাই। এই মুহূর্তে আমার ফিটনেস ঠিকই আছে। এখন থেকেই কোনও লক্ষ্য স্থির করে রাখিনি যে এই ম্যাচ বা ওই ম্যাচ খেলব।”

তিন বছর পর লস অ্যাঞ্জেলেসে প্রথম বার ক্রিকেট খেলতে নামবে ভারত। সেই প্রতিযোগিতায় খেলার ইচ্ছা রয়েছে বুমরাহের। বলেছেন, “শুনেছি পরের অলিম্পিক্সে ক্রিকেট হবে। বাকিদের মতো আমিও সে দিকে তাকিয়ে আছি। কে ভেবেছিল অলিম্পিক্সের মধ্যে ক্রিকেটও অন্তর্ভুক্ত হবে? আমার কাছে তাই বিষয়টা বেশ উত্তেজক। তবে আগেই বললাম, আমি কোনও লক্ষ্য স্থির করে রাখি না। অতীতে লক্ষ্য স্থির করলেও কোনও দিন সেটা পূরণ করতে পারিনি।”

কবে ক্রিকেট থেকে সরে যাবেন সেটারও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন বুমরাহ। বলেছেন, “এখন সব বেশ ভালই এগোচ্ছে। যে দিন বুঝতে পারব খেলার সেই ইচ্ছাটা চলে গিয়েছে, আগের মতো পরিশ্রম করতে পারছি না বা শরীর দিচ্ছে না, সে দিন একটা সিদ্ধান্ত নিতেই হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement