IPL Final 2025

আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে মুম্বইকে চাইছেন না অশ্বিন, কেন ভয় পাচ্ছেন অফস্পিনার?

পঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠে গিয়েছে বেঙ্গালুরু। ট্রফি বিরাট কোহলির হাতেই উঠবে। এমনটাই বিশ্বাস রবিচন্দ্রন অশ্বিনের। অবশ্য তার জন্য একটি দলকে কোনও ভাবেই ফাইনালে চাইছেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:১২
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

পঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠে গিয়েছে বেঙ্গালুরু। ট্রফি বিরাট কোহলির হাতেই উঠবে। এমনটাই বিশ্বাস রবিচন্দ্রন অশ্বিনের। অবশ্য তার জন্য একটি দলকে কোনও ভাবেই ফাইনালে চাইছেন না তিনি। সেই দলটি হল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

মুম্বই ফাইনালে উঠলে কোহলিদের কাজ কঠিন হতে পারে বলে মনে করেন অশ্বিন। তাই তিনি গুজরাতকে ফাইনালে চাইছেন। অশ্বিনের কথায়, “আরসিবিকে আইপিএল জিততে হলে মুম্বইকে হারানো দরকার গুজরাতের। আপনি কখনওই চাইবেন না মুম্বইয়ের মতো দল ফাইনালে উঠুক। যে কোনও উপায়ে ওদের আটকাতে হবে।”

অশ্বিনের সংযোজন, “আরসিবি-কে প্রার্থনা করতে হবে যাতে মুম্বই ফাইনালে না ওঠে। আরসিবি-র হাতেই ট্রফি উঠবে বলে আশা করছি। কিন্তু ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। আমি আরসিবি-তে খেললে গুজরাতকে ফাইনালে চাইতাম।”

Advertisement

চলতি মরসুমে চেন্নাইয়ের হয়ে খেলা অশ্বিন গত এক বছর কোহলির ফর্ম কাছ থেকে লক্ষ্য করেছেন। তা দেখেই তাঁর মনে হয়েছে, এ বার আইপিএল কোহলির হাতেই ওঠা উচিত।

অশ্বিন বলেছেন, “কোহলির ব্যাপারে একটা জিনিস আপনাদের বলতে চাই। আমার মনে হচ্ছে এটা আরসিবি-র বছর। লোকে বলত কোহলির কোনও আইসিসি ট্রফি নেই। এখন এক বছরের মধ্যে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অধিনায়ক না হলেও দলকে জেতানোর আসল কারিগর ও। ভারতের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক। প্রথম বার কি ওরা আইপিএল জিততে পারবে? উত্তর আমার জানা নেই। তবে ফাইনালে রান তাড়া করতে হলে কোহলি জানে কী ভাবে পরিস্থিতি সামলাতে হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement