India vs England 2025

ভারতীয় শিবিরে অশান্তি, মাঠ থেকে উঠে গিয়ে গম্ভীরের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন বুমরাহ!

কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ক্রিকেটারদের তর্কাতর্কির ঘটনা নতুন নয়। গত অস্ট্রেলিয়া সফরেও তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কোচের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৩:৩৫
Share:

(বাঁ দিকে) জসপ্রীত বুমরাহ এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের মাঝেই অশান্তির মেঘ ভারতীয় শিবিরে। শনিবার খেলা চলার সময়ই সাজঘরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একরাশ বিরক্তি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকে। যা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ভারতীয় শিবির থেকে অবশ্য কিছু জানা যায়নি।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার বল হাতে প্রায় একাই লড়াই করেছেন বুমরাহ। মহম্মদ সিরাজ কয়েক ওভার ভাল বল করলেও উইকেট নিতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুরদের ইংল্যান্ডের পিচে মেঘলা আবহাওয়াতেই সাধারণ মানের দেখিয়েছে। কেউই ইংরেজ ব্যাটারদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। ইংল্যান্ডের ৩টি উইকেটই নিয়েছেন বুমরাহ। পিচের অন্য প্রান্তের সতীর্থদের থেকে প্রয়োজনীয় সাহায্য না পেয়েই কি বিরক্ত বুমরাহ?

শনিবার ইংল্যান্ডের ইনিংসের ৪০তম ওভারে সাজঘরে ফিরে গিয়েছিলেন বুমরাহ। সে সময় বল করছিলেন শার্দূল। তাঁর বোলিংয়ের থেকেও বেশি নজর কেড়েছে সাজঘরের একটি দৃশ্য। গম্ভীর এবং বুমরাহ পাশাপাশি বসে কথা বলছিলেন। সে সময় বুমরাহকে বেশ বিরক্ত দেখাচ্ছিল। বাইরে থেকে দেখে মনে হয়েছে, উত্তেজিত ভাবে কথা বলছিলেন কোচের সঙ্গে। খানিকটা তর্কাতর্কিও হয় দু’জনের মধ্যে। কোচকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন দেশের অন্যতম সেরা বোলার। বুমরাহ কি দলের নির্বিষ বোলিং এবং ফিল্ডিং নিয়ে কোচের কাছে হতাশা প্রকাশ করছিলেন? তৈরি হয়েছে জল্পনা। যদিও জানা যায়নি, ঠিক কী ঘটেছিল।

Advertisement

কোচ গম্ভীরের সঙ্গে ক্রিকেটারদের তর্কাতর্কির ঘটনা নতুন নয়। গত অস্ট্রেলিয়া সফরেও তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গিয়েছিল। এ বার কোচের সঙ্গে তর্কে জড়ালেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই অশান্তির মেঘ ভারতীয় শিবিরে। পাঁচ টেস্টের সিরিজ়ে এই ঘটনার প্রভাব পড়তেই পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement