India vs West Indies 2025

‘আপনি জানেন ও আউট ছিল, কিন্তু...’ আম্পায়ারের উদ্দেশে মন্তব্য বুমরাহের, শুনে হেসে খুন ধারাভাষ্যকারেরা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের চতুর্থ দিনে দেখা গেল একপ্রস্ত নাটক। আম্পায়ারের উদ্দেশে এমন একটি মন্তব্য করেন জসপ্রীত বুমরাহ, যা শুনে হেসে খুন ধারাভাষ্যকারেরা। কী হয়েছিল ঘটনাটি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৩৬
Share:

জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের চতুর্থ দিনে দেখা গেল একপ্রস্ত নাটক। আম্পায়ার একটি আউটের আবেদন নাকচ করায় রিভিউ নেয় ভারতীয় দল। সেটি সফল হয়নি। পরে আম্পায়ারের উদ্দেশে এমন একটি মন্তব্য করেন জসপ্রীত বুমরাহ, যা শুনে হেসে খুন ধারাভাষ্যকারেরা। কী হয়েছিল ঘটনাটি?

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়‌কে ফলো-অন করিয়ে আবার ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসের ৫৫তম ওভারে ঘটনাটি ঘটে। বুমরাহের একটি বল ড্রাইভ করতে গিয়েছিলেন জন ক্যাম্পবেল। সেটি সরাসরি লাগে তাঁর প্যাডে। বুমরাহ-সহ গোটা দল এলবিডব্লিউয়ের আবেদন করে। তবে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ দু’দিকে মাথা নেড়ে জানিয়ে দেন সেটি আউট নয়। সেই সিদ্ধান্তে খুশি না হয়ে রিভিউয়ের আবেদন করেন শুভমন গিল।

রিভিউয়ে দেখা যায়, বল প্যাডে লাগার আগে ব্যাটের সঙ্গে হালকা স্পর্শ হয়েছে। তা ধরা পড়ে আল্ট্রা এজে। তৃতীয় আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ জানান, ব্যাটে বল লেগেছে সেটা বোঝা যাচ্ছে। তিনি মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত বহাল রাখার অনুরোধ করেন।

Advertisement

ক্যাম্পবেলকে সকাল থেকেই আউট করার চেষ্টা করছিল ভারত। আরও এক বার সেই প্রয়াস ব্যর্থ হওয়ায় খুশি হতে পারেনি দল। বোলিং রান-আপে ফিরে যাচ্ছিলেন বুমরাহ। আম্পায়ারের কাছাকাছি আসতেই হাসতে হাসতে বলে ওঠেন, “আপনি জানতেন ওটা আউট। কিন্তু প্রযুক্তি সেটা প্রমাণ করতে পারল না।”

বুমরাহের কথা শুনে হাসতে শুরু করেন ধারাভাষ্যকারেরা। ওয়েস্ট ইন্ডিজ়‌ের লড়াইয়ের কারণে সেই সময় খেলা একটু বিরক্তিকরই হয়ে উঠছিল। বুমরাহের মন্তব্য কিছুটা হলেও পরিবেশ হালকা করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement