বিশ্বকাপ জেতার পর দিন স্মৃতির (ডান দিকে) সঙ্গে এই ছবি পোস্ট করেছিলেন জেমাইমা। ছবি: সমাজমাধ্যম।
দেশের মাটিতে বিশ্বকাপ জেতার পরেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে। প্রিয় বন্ধু স্মৃতি মন্ধানার বিয়েতে যোগ দিতে ১০ দিন আগে ভারতে এসেছিলেন জেমাইমা রদ্রিগেজ়। আপাতত স্মৃতির বিয়ে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে। তাঁর পরিবারের পাশে থাকতে অস্ট্রেলিয়ায় আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা। তাঁকে সেই অনুমতি দেওয়া হয়েছে।
বিবিএলে ব্রিসবেন হিটের হয়ে খেলছিলেন জেমাইমা। তিনটি ম্যাচ খেলার পরেই ভারতে ফিরেছিলেন। আর এই মরসুমে খেলা হবে না তাঁর।
একটি বিবৃতিতে ব্রিসবেন হিট লিখেছে, “বিবিএলের বাকি মরসুমের জন্য জেমাইমা রদ্রিগেসকে ছেড়ে দিতে রাজি হয়েছে ব্রিসবেন হিট। ১০ দিন আগে হোবার্ট হারিকেন্স ম্যাচের পর ভারতে ফিরেছিল জেমাইমা। স্মৃতি মন্ধানার বিয়ের কারণে আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিল ও। কিন্তু মন্ধানার বাবার অসুস্থতার কারণে বিয়ে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে। সতীর্থের পাশে থাকার জন্য জেমাইমা এখনও ভারতেই আছে। শেষ চারটে ম্যাচে না খেলতে আসার আবেদন করেছিল। তা মঞ্জুর করা হয়েছে।”
ব্রিসবেনের সিইও টেরি ভেনসন বলেছেন, “জেমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত বিবিএল আর খেলা হবে না ওর। আমরা সানন্দে ওকে ভারতে থাকার অনুমতি দিয়েছি। ওকে এবং স্মৃতি মন্ধানার পরিবারকে শুভেচ্ছা। জেমি জানিয়েছে, ফিরতে না পারায় ও খুবই হতাশ।”
গত ২৩ নভেম্বর সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের কথা ছিল স্মৃতির। তবে আগের দিনই স্মৃতির বাবা শ্রীনিবাস হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখনই বিয়ে পিছিয়ে দেওয়া হয়। পরে পলাশও হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে পলাশের সঙ্গে কোরিয়োগ্রাফার মেরি ডি’কোস্টার সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। যদিও মেরি দাবি করেছেন, যাঁর সঙ্গে পলাশের চ্যাট প্রকাশ্যে এসেছে তিনি সেই মহিলা নন।