india cricket

Kaushal Tambe: জঙ্গিদমন শাখার কর্তা বাবার স্বপ্ন পূরণ করেছেন যশদের দলের স্পিনার কৌশল

বাবা বিশ্ববিদ্যালয় স্তরে ক্রিকেট খেলেছেন। কিন্তু সংসারের হাল ধরতে চাকরি করতে হয়েছে। স্বপ্ন রয়ে গিয়েছে মনের ভিতরেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৮
Share:

বিশ্বকাপে ভাল বল করেছেন কৌশল ছবি: টুইটার

চেয়েছিলেন ক্রিকেটার হতে। বিশ্ববিদ্যালয় স্তরে খেলেছেন। কিন্তু সংসারের হাল ধরতে খুব তাড়াতাড়ি চাকরি করতে হয়েছে। স্বপ্ন রয়ে গিয়েছে মনের ভিতরেই। সেই স্বপ্ন পূরণ করেছেন ছেলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের স্পিনার কৌশল তাম্বের বাবা মুম্বইয়ের জঙ্গিদমন শাখার অ্যাসিস্টান্ট কমিশনার সুনীল তাম্বে তাই ছেলের জন্য গর্বিত।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-কে সুনীল বলেন, ‘‘আমি বিশ্ববিদ্যালয় স্তরে ক্রিকেট খেলতাম। কিন্তু সেটাকে পেশা করতে পারিনি। আমি ভাবতাম আমার ছেলে যদি সেটা করতে পারে। ছেলে সেই পথেই এগচ্ছে। আশা করছি ও আরও এগিয়ে যাবে।’’

ছোট থেকেই খেলার প্রতি ছেলের ভালবাসা তৈরি করার জন্য সাড়ে তিন বছর বয়সে ছেলেকে স্কেটিংয়ে ভর্তি করে দেন সুনীল। তিনি বলেন, ‘‘চার বছরের মধ্যে কৌশল অনেক পদক জিতেছিল। ওর যখন ৯ বছর বয়স তখন ওকে ক্রিকেট ক্যাম্পে ভর্তি করি। তখন থেকেই ক্রিকেটের প্রতি ওর ভালবাসা শুরু। পবন কুলকর্নির কাছে ওর ক্রিকেটে হাতেখড়ি।’’

Advertisement

পরবর্তীতে ক্যান্ডেন্স ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন কৌশল। সেখানে প্রাক্তন জাতীয় নির্বাচক সুরেন্দ্র ভাবে তাঁকে স্পিন বোলিংয়ে জোর দিতে বলেন। সুনীল তাঁকে জি়জ্ঞাসা করলে তিনি বলেন, কৌশলের মধ্যে ভাল স্পিনার হওয়ার সব গুণ রয়েছে। সেই সিদ্ধান্তই ছেলের জীবন বদলে দিয়েছে বলে মনে করেন সুনীল।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পাওয়ায় ছেলের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন সুনীল। তিনি বলেন, ‘‘২০১৯ সালে অনূর্ধ্ব-১৭ স্তরে পশ্চিমাঞ্চলের অধিনায়ক হয় কৌশল। তার পরেই ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পায়। সেখানে অনেক কিছু শিখেছে। তার পরেই জাতীয় দলে সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে ও আমার স্বপ্ন পূরণ করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement