Andre Russell

কয়েক ঘণ্টার ব্যবধানে দু’দেশে মাঠে নামলেন রাসেল! কেমন খেললেন কেকেআর অলরাউন্ডার?

রবিবার রাতে আবু ধাবির টি-টোয়েন্টি লিগে খেলে সোমবার সকালে বাংলাদেশের বিমান ধরেন আন্দ্রে রাসেল। এ দিন দুপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও খেললেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২
Share:

আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার ২৪ ঘণ্টার মধ্যে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে পড়লেন আন্দ্রে রাসেল। কয়েক ঘণ্টার ব্যবধানে দু’দেশের দু’টি টি-টোয়েন্টি লিগের ম্যাচ খেললেও সাফল্য পেলেন না কেকেআরের অভিজ্ঞ অলরাউন্ডার।

Advertisement

২ ফেব্রুয়ারি, রবিবার রাতে আবু ধাবির আইএলটি২০-তে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন রাসেল। ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালের বিমানে বাংলাদেশে চলে আসেন। দুপুরেই মিরপুরের মাঠে নেমে পড়েন রংপুর রাইডার্সের জার্সি পরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর পর্বের ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে তিনি করেন ৯ বলে ৪ রান। তাঁর দলের ইনিংসও শেষ হয়ে যায় ১৬.৫ ওভারে ৮৫ রানে। জবাবে ১০.২ ওভারে ১ উইকেটে ৮৯ রান করে খুলনা। বল হাতেও দলকে ভরসা দিতে পারেননি রাসেল। এক ওভার বল করে দেন ১৪ রান। রবিবার রাতে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধেও রান পাননি রাসেল। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ১ বলে শূন্য রানে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। সেই ম্যাচেও হেরে গিয়েছে তাঁর দল।

কিছু দিন ধরে চেনা ফর্মে নেই রাসেল। আইএলটি২০-তে ১০টি ম্যাচ খেলে করেছেন ১৩০ রান। গড় ১৮.৫৭। স্ট্রাইক রেট ১৫৬.৬২। আগামী আইপিএলেও কেকেআরের অন্যতম ভরসা ৩৬ বছরের অলরাউন্ডার। সম্প্রতি তিনি ২০ ওভারের ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement