কলকাতা নাইট রাইডার্স দল। — ফাইল চিত্র।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে গত ৯ মে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। প্রতিযোগিতা যে শুরু হবে তা আগে থেকেই জানত কেকেআর দল। তাই অনুশীলন চালিয়ে গিয়েছেন দলের ক্রিকেটারেরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে এমনটাই জানালেন দলের ব্যাটার মণীশ পাণ্ডে।
আইপিএলে টিকে থাকতে গেলে কেকেআরকে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তাই অনুশীলন বন্ধ করেনি কেকেআর। মণীশের মতে, মাঝের এই বিরতি তাঁদের ছন্দে ফিরতে সাহায্য করবে।
এ দিন মণীশ বলেছেন, “এই বিরতি আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। পেশাদার ক্রিকেটারেরা জানে তাদের কী করতে হয়। আমরা জানতাম প্রতিযোগিতা আবার শুরু হবে। কবে সেটা জানতাম না। তবে লম্বা বিরতি হয়নি এটাই ভাল ব্যাপার।” মণীশের সংযোজন, “আমরা রোজ জিমে গিয়েছি এবং ম্যাচ নিয়ে পরিকল্পনা করেছি। গোটা দলই এখানে (বেঙ্গালুরুতে) ছিল। প্রত্যেকে দ্রুত মাঠে নামার জন্য তৈরি ছিল।”
হারলেই ছিটকে যেতে হবে, এমন পরিস্থিতিতে মাঠে নামছে কেকেআর। তবে এটা তাঁদের কাছে বাড়তি চাপ এমনটা মনে করেন না মণীশ। বলেছেন, “এখান থেকে হারানোর কিছু নেই। আমরা ভাবছি, আরও ভাল খেলা উচিত ছিল আমাদের। এটা নিয়ে দলেও আলোচনা হয়েছে। মাঝের দিকে কয়েকটা ম্যাচে হারই কাল হয়েছে।”
মণীশের সংযোজন, “এই বিরতি আমাদেরই সাহায্য করবে। আমি নিশ্চিত যারা ফিরে গিয়েছিল তারা পুরনো ভিডিয়ো দেখে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে মাঠে নামার চেষ্টা করবে। শেষ দুটো ম্যাচ জিতে মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে চাই।”