ইডেনে মারমুখী মেজাজে অভিষেক শর্মা। ছবি: সমাজমাধ্যম।
ইডেনে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। জয় দিয়ে সিরিজ় শুরু সূর্যকুমার যাদবদের।
৩৪ বলে ৭৯ রান করে আউট হলেন অভিষেক শর্মা। বিধ্বংসী ইনিংস খেললেও ম্য়াচ জিতিয়ে ফিরতে পারলেন না তিনি।
১০ ওভারে ১০০ পার হল ভারতের। ম্যাচ জিততে আর ৬০ বলে ৩৩ রান করতে হবে ভারতকে।
ইডেনে ঝড় তুললেন অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান করলেন তিনি। টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয়ের করা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।
অভিষেক শর্মা ১১ বলে ২৭ রান করে খেলছেন। ৫ রান করে খেলছেন তিলক বর্মা।
সঞ্জুর পরে সূর্যকুমার যাদবকেও আউট করলেন আর্চার। শূন্য রানে ফিরলেন ভারত অধিনায়ক। ৪১ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের।
২৬ রানে আউট সঞ্জু। শুরুতেই দ্রুত রান তুলে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন। ৪১ রান তুলে নিয়েছে ভারত।
সঞ্জু এবং অভিষেক মিলে ওপেন করতে নামলেন। দ্রুত রান তোলা শুরু করেছেন তাঁরা।
ইংল্যান্ডের শেষ ভরসাও সাজঘরে। ৬৮ রানের মাথায় তাঁকে আউট করলেন বরুণ। ৩ উইকেট নিলেন কেকেআরের স্পিনার। ১০৯ রানে ৮ উইকেট পড়ল ইংল্যান্ডের।
গাস অ্যাটকিনসনকেও আউট করলেন অক্ষর। ১০৩ রানে সপ্তম উইকেট হারাল ইংল্যান্ড।
বাটলার টিকে থাকলেও অপর প্রান্তে পর পর উইকেট পড়ছে। এ বার জেমি ওভারটনকে আউট করলেন অক্ষর পটেল। ভাল ক্যাচ ধরেছেন নীতীশ রেড্ডি। ৯৫ রানে ৬ উইকেট পড়ল ইংল্যান্ডের।
ভারতে শুরুটা ভাল হল না বেথেলের। শুরু থেকেই ব্যাটে বলে হচ্ছিল না তাঁর। শেষ পর্যন্ত হার্দিকের বলে আউট হন বেথেল। ১৪ বলে ৭ রান করেছেন তিনি। ৮৪ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে একাই লড়ছেন বাটলার। ৩৪ বলে অর্ধশতরান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ২৬তম অর্ধশতরান হল তাঁর।
বাটলার ৪৭ ও বেথেল ৩ রানে ব্যাট করছেন।
এক ওভারে জোড়া উইকেট নিলেন কেকেআরের বরুণ। হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করলেন তিনি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।
বাটলার ৩৪ ও হ্যারি ব্রুক ৬ রানে খেলছেন।
২ উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি ইংল্যান্ডের। তার প্রধান কারণ বাটলার। হার্দিকের এক ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। আরশদীপ ভাল বল করলেও নতুন বলে রান দিচ্ছেন হার্দিক। ৪ ওভারে ইংল্যান্ডের রান ৩৫। তার মধ্যে একাই ২৯ রান করেছেন বাটলার।