India vs England

ইডেনে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত, কোন পথে জিতলেন সূর্যকুমারেরা

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। প্রথম টি-টোয়েন্টি কলকাতার ইডেন গার্ডেন্সে। পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দু’দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৩০
Share:

ইডেনে মারমুখী মেজাজে অভিষেক শর্মা। ছবি: সমাজমাধ্যম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৫৯ key status

ভারতের জয়

ইডেনে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। জয় দিয়ে সিরিজ় শুরু সূর্যকুমার যাদবদের। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৫৩ key status

আউট অভিষেক

৩৪ বলে ৭৯ রান করে আউট হলেন অভিষেক শর্মা। বিধ্বংসী ইনিংস খেললেও ম্য়াচ জিতিয়ে ফিরতে পারলেন না তিনি।

Advertisement
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৪৩ key status

১০০ পার ভারতের

১০ ওভারে ১০০ পার হল ভারতের। ম্যাচ জিততে আর ৬০ বলে ৩৩ রান করতে হবে ভারতকে। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৩৯ key status

অর্ধশতরান অভিষেকের

ইডেনে ঝড় তুললেন অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান করলেন তিনি। টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয়ের করা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:২৫ key status

পাওয়ার প্লে শেষে ভারতের রান ২ উইকেটে ৬৩

অভিষেক শর্মা ১১ বলে ২৭ রান করে খেলছেন। ৫ রান করে খেলছেন তিলক বর্মা।

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:১৯ key status

এক ওভারে জোড়া উইকেট আর্চারের

সঞ্জুর পরে সূর্যকুমার যাদবকেও আউট করলেন আর্চার। শূন্য রানে ফিরলেন ভারত অধিনায়ক। ৪১ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:১৭ key status

আউট সঞ্জু

২৬ রানে আউট সঞ্জু। শুরুতেই দ্রুত রান তুলে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন। ৪১ রান তুলে নিয়েছে ভারত।

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:০১ key status

ওপেন করতে নামলেন সঞ্জু, অভিষেক

সঞ্জু এবং অভিষেক মিলে ওপেন করতে নামলেন। দ্রুত রান তোলা শুরু করেছেন তাঁরা।

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:৩৮ key status

১৩২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস

ইডেনে জিততে ১৩৩ রান দরকার ভারতের। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:২৩ key status

ভয়ঙ্কর বাটলারকে আউট করলেন বরুণ

ইংল্যান্ডের শেষ ভরসাও সাজঘরে। ৬৮ রানের মাথায় তাঁকে আউট করলেন বরুণ। ৩ উইকেট নিলেন কেকেআরের স্পিনার। ১০৯ রানে ৮ উইকেট পড়ল ইংল্যান্ডের। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:১৯ key status

অক্ষরের দ্বিতীয় উইকেট

গাস অ্যাটকিনসনকেও আউট করলেন অক্ষর। ১০৩ রানে সপ্তম উইকেট হারাল ইংল্যান্ড। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:১৮ key status

১০০ পার ইংল্যান্ডের

১৬তম ওভারের শেষ বলে ১০০ রান পার ইংল্যান্ডের। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:১১ key status

ওভারটনকে আউট করলেন অক্ষর

বাটলার টিকে থাকলেও অপর প্রান্তে পর পর উইকেট পড়ছে। এ বার জেমি ওভারটনকে আউট করলেন অক্ষর পটেল। ভাল ক্যাচ ধরেছেন নীতীশ রেড্ডি। ৯৫ রানে ৬ উইকেট পড়ল ইংল্যান্ডের। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:০৫ key status

বেথেলকে ফেরালেন হার্দিক

ভারতে শুরুটা ভাল হল না বেথেলের। শুরু থেকেই ব্যাটে বলে হচ্ছিল না তাঁর। শেষ পর্যন্ত হার্দিকের বলে আউট হন বেথেল। ১৪ বলে ৭ রান করেছেন তিনি। ৮৪ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:০১ key status

বাটলারের অর্ধশতরান

ভারতের বিরুদ্ধে একাই লড়ছেন বাটলার। ৩৪ বলে অর্ধশতরান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ২৬তম অর্ধশতরান হল তাঁর। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ key status

১০ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৭৪

বাটলার ৪৭ ও বেথেল ৩ রানে ব্যাট করছেন।

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ key status

এক ওভারে জোড়া উইকেট বরুণ চক্রবর্তীর

এক ওভারে জোড়া উইকেট নিলেন কেকেআরের বরুণ। হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করলেন তিনি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ key status

পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৪৬

বাটলার ৩৪ ও হ্যারি ব্রুক ৬ রানে খেলছেন। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ key status

মারমুখী মেজাজে বাটলার, রান দিচ্ছেন হার্দিক

২ উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি ইংল্যান্ডের। তার প্রধান কারণ বাটলার। হার্দিকের এক ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। আরশদীপ ভাল বল করলেও নতুন বলে রান দিচ্ছেন হার্দিক। ৪ ওভারে ইংল্যান্ডের রান ৩৫। তার মধ্যে একাই ২৯ রান করেছেন বাটলার। 

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:১৭ key status

জোড়া ধাক্কা আরশদীপের

নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নিলেন আরশদীপ। আর এক ওপেনার বেন ডাকেটকে ৪ রানের মাথায় ফেরালেন তিনি। ক্যাচ ধরলেন রিঙ্কু সিংহ। ১৭ রানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ল। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement