India vs England 2025

ভারতের প্রথম ইনিংসও শেষ ৩৮৭ রানে, জবাবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২/০

লর্ডসে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। ভারত পিছিয়ে রয়েছে ২৪২ রানে। প্রথম দিনে তিনটি উইকেট হারিয়েছে ভারত। ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান পেরিয়ে লিড নেওয়াই লক্ষ্য তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৫:৩০
Share:

শুভমন গিল। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২৩:১২ key status

ইংল্যান্ড ২-০

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মাত্র একটি ওভার হল। বুমরাহের সেই ওভারে কোনও উইকেট পড়ল না।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২২:৫১ key status

ভারতের প্রথম ইনিংস শেষ

৩৮৭ রানেই শেষ হল ভারতের প্রথম ইনিংস। লিড নিতে পারল না তারা।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২২:২৭ key status

আউট আকাশদীপ

কার্সের বল গালি অঞ্চল দিয়ে খেলতে গিয়েছিলেন আকাশদীপ। দ্বিতীয় স্লিপে থাকা ব্রুক ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নিলেন।

ভারত ৩৮৫-৮।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২২:১৬ key status

ভাগ্য ভাল আকাশদীপের

ওকসের একই ওভারে দু’বার আকাশদীপকে এলবিডব্লিউ দিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার শরিফুদ্দৌল্লা। দু’বারই রিভিউ নিয়ে বেঁচে গেলেন আকাশদীপ।

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২২:০৯ key status

আউট জাডেজা

আর ধৈর্য ধরে রাখতে পারলেন না জাডেজা। ওকসের করা বলে লেগ সাইডে খোঁচা দিলেন। ক্যাচ ধরলেন স্মিথ। ৭২ রানে ফিরলেন অলরাউন্ডার।

ভারত ৩৭৬-৭।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২২:০৩ key status

৫০ রানের জুটি

নীতীশ রেড্ডি আউট হলেও ব্যাটিং ধস হল না। ওয়াশিংটনের সঙ্গে ৫০ রানের জুটি গড়লেন জাডেজা।

ভারত ৩৭৬-৬।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২১:০২ key status

অর্ধশতরান জাডেজার

ইংল্যান্ডে গিয়ে পর পর তিনটি অর্ধশতরান করলেন জাডেজা। রুটকে চার মেরে অর্ধশতরান করলেন।

ভারত ৩৩৫-৬।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২০:৫০ key status

আউট নীতীশ

ভেঙে গেল ৭২ রানের জুটি। স্টোকসের বল নীতীশের গ্লাভস ছুঁয়ে পৌঁছল স্মিথের হাতে। ৩০ রানে ফিরলেন ব্যাটার। নামলেন ওয়াশিংটন সুন্দর।

ভারত ৩২৬-৬।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ২০:১৪ key status

চা বিরতিতে ভারত ৩১৬/৫

রবীন্দ্র জাডেজা ৪০ ও নীতীশ রেড্ডি ২৫ রানে খেলছেন। ইংল্যান্ডের থেকে এখনও ৭১ রানে পিছিয়ে ভারত।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:৩৫ key status

৩০০ পেরোল ভারত

ভারতের রান তিনশো পেরিয়ে গেল। এখনও পর্যন্ত নীতীশ-জাডেজার জুটি খুব খারাপ দেখাচ্ছে না। ইংরেজ বোলারদের সামলে ভালই লড়াই করছেন তাঁরা।

ভারত ৩০১-৫।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:০৯ key status

দায়িত্ব নিতে হবে জাডেজা-নীতীশকে

ব্যাটার বলতে ভারতের হাতে আর কেউ নেই। বাকি সবাই অলরাউন্ডার। অর্থাৎ নীতীশ এবং জাডেজা ধরে খেললে তবেই ইংল্যান্ডের রানের কাছাকাছি যেতে পারবে ভারত। তার জন্য আপাতত দরকার সংযম। 

ভারত ২৮৭-৫।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:২৩ key status

আউট রাহুল

শতরান করেই ফিরতে হল রাহুলকে। বশিরের বলে রাহুলের ক্যাচ নিলেন প্রথম স্লিপে থাকা ব্রুক। ১০০ রানে ফিরলেন রাহুল। ভারত ২৫৪-৫।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৭:৩২ key status

পন্থের হারাকিরি

রান নেওয়ার কোনও দরকারই ছিল না। তবু অহেতুক ঝুঁকি নিলেন পন্থ। খেসারত দিতে হল রান আউট হয়ে। স্টোকসের থ্রোয়ে ফিরলেন তিনি। ৭৪ করেছেন পন্থ। ক্রিজ়‌ে ৯৮ রানে খেলছেন রাহুল। ভারত ২৪৮-৪।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৬:৫৯ key status

পন্থের অর্ধশতরান

স্টোকসকে পুল করে ছয় মেরে অর্ধশতরান করলেন পন্থ। শতরান পেরোল রাহুলের সঙ্গে জুটি। ভারত ২১৫-৩।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৬:১৭ key status

ভারতের ঝুঁকিহীন ক্রিকেট

পন্থ এবং রাহুল কোনও তাড়াহুড়োর রাস্তায় যাচ্ছেন না। ধীরেসুস্থে খেলছেন। চেষ্টা করছেন ইংরেজদের ছন্দ নষ্ট করে দেওয়ার।

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৫:২১ key status

শুরু হল তৃতীয় দিনের খেলা

লর্ডসে দ্বিতীয় দিনে তিনটি উইকেট হারিয়েছে ভারত। স্কোর ১৪৫-৩। তৃতীয় দিন ইংল্যান্ডের রান পেরিয়ে যাওয়াই লক্ষ্য তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement