ওয়াশিংটন সুন্দর (বাঁ দিকে) এবং রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।
ওয়াশিংটন শতরান করার সঙ্গে সঙ্গেই ড্রয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল ভারত। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল খেলা।
ড্র হল টেস্ট। অনেক চেষ্টা করেও জিততে পারল না ইংল্যান্ড।
টেস্টে নিজের প্রথম শতরান করলেন ওয়াশিংটন সুন্দর।
ছক্কা মেরে শতরান করলেন জাডেজা। চলতি সিরিজ়ে আরও একটা ভাল ইনিংস খেললেন ভারতীয় অলরাউন্ডার।
ড্রয়ের আবেদন করেছিলেন স্টোকস। চেয়েছিলেন হাত মিলিয়ে ম্যাচ শেষ করতে। কিন্তু ভারতীয় ব্যাটারেরা তা প্রত্যাখ্যান করলেন। তাঁরা শতরান চান।
চা বিরতির পরেও মনঃসংযোগে ঘাটতি নেই ওয়াশিংটন এবং জাডেজার। দু’জনেই ক্রিজে পড়ে থেকে লড়াই করছেন।
ক্রিজ় কামড়ে পড়ে রয়েছেন জাডেজা এবং ওয়াশিংটন। দু’জনেই অর্ধশতরান করেছেন। ভারতও লড়াই চালিয়ে যাচ্ছে। চা বিরতিতে লিড ১১ রানের।
ইনিংসে হার বাঁচাল ভারত। ওয়াশিংটন ও জাডেজার জুটিতে ম্যাঞ্চেস্টারে লিড নিল তারা।
ওয়াশিংটনের পর সেই ওভারেই অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজাও। ভারতের হার বাঁচাতে লড়ছেন তাঁরা।
চাপের মুখে অর্ধশতরান করলেন ওয়াশিংটন সুন্দর। ভাল দেখাচ্ছে তাঁকে।
ক্রিজে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছেন ওয়াশিংটন এবং জাডেজা। কেউই ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটছেন না।
ভারত ২৮৭-৪।
মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয়েছে খেলা। ওয়াশিংটন এবং জাডেজা লড়াই করছেন। টেস্ট বাঁচানোর মরিয়া লড়াই দু’জনের।
ভারত ২৫০-৪।
প্রথম সেশনে দুটি উইকেট হারাল ভারত। হারাল কেএল রাহুল এবং শুভমন গিলকে। এখনও বাকি দু’টি সেশনের খেলা। ভারত পিছিয়ে ৮৮ রানে।
প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন জাডেজা। ক্যাচ ফেলে দিলেন রুট।
মনঃসংযোগের অভাবে উইকেট হারালেন শুভমন। আর্চারের বলে ক্যাচ দিলেন স্মিথের হাতে। ১০৩ রানে ফিরলেন তিনি।
ভারত ২২২-৪।
০-২ অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন। সেখান থেকে চাপের মুখে লড়াকু শতরান এল শুভমনের ব্যাট থেকে। সিরিজ়ে চতুর্থ শতরান করলেন তিনি।
ভারত ২০৭-৩।
স্টোকসের বলে ডান হাতের আঙুলে লাগল শুভমনের। গ্লাভস খুলে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। ওষুধ দেওয়ায় এখন ব্যথা নিয়ন্ত্রণে।
ভারত ১৯৩-৩।
পঞ্চম দিনে প্রথম উইকেট হারাল ভারত। স্টোকসের নেমে আসা বল বুঝতেই পারলেন না রাহুল। এলবিডব্লিউ হলেন ৯০ রানে। ডিআরএসও নিলেন না রাহুল।
স্টোকসের বলে কভারে ক্যাচ তুলেছিলেন শুভমন। ফেলে দিলেন অলি পোপ।