Advertisement
২৭ ডিসেম্বর ২০২৫
ওয়াশিংটন সুন্দর (বাঁ দিকে) এবং রবীন্দ্র জাডেজা।

ওয়াশিংটন সুন্দর (বাঁ দিকে) এবং রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২২:২১
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২২:২১ key status

ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র

ওয়াশিংটন শতরান করার সঙ্গে সঙ্গেই ড্রয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল ভারত। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেল খেলা।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২২:১৫ key status

ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র

ড্র হল টেস্ট। অনেক চেষ্টা করেও জিততে পারল না ইংল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২২:১৪ key status

শতরান ওয়াশিংটন সুন্দরের

টেস্টে নিজের প্রথম শতরান করলেন ওয়াশিংটন সুন্দর। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২২:০৩ key status

শতরান জাডেজার

ছক্কা মেরে শতরান করলেন জাডেজা। চলতি সিরিজ়ে আরও একটা ভাল ইনিংস খেললেন ভারতীয় অলরাউন্ডার। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২১:৫৭ key status

ড্রয়ের আবেদন করতে গিয়ে প্রত্যাখ্যাত স্টোকস

ড্রয়ের আবেদন করেছিলেন স্টোকস। চেয়েছিলেন হাত মিলিয়ে ম্যাচ শেষ করতে। কিন্তু ভারতীয় ব্যাটারেরা তা প্রত্যাখ্যান করলেন। তাঁরা শতরান চান।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:৫৭ key status

লড়াই জারি ভারতের

চা বিরতির পরেও মনঃসংযোগে ঘাটতি নেই ওয়াশিংটন এবং জাডেজার। দু’জনেই ক্রিজে পড়ে থেকে লড়াই করছেন।

Advertisement
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:১৩ key status

চা বিরতিতে ভারত ৩২২-৪

ক্রিজ়‌ কামড়ে পড়ে রয়েছেন জাডেজা এবং ওয়াশিংটন। দু’জনেই অর্ধশতরান করেছেন। ভারতও লড়াই চালিয়ে যাচ্ছে। চা বিরতিতে লিড ১১ রানের।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:৫৩ key status

লিড নিল ভারত

ইনিংসে হার বাঁচাল ভারত। ওয়াশিংটন ও জাডেজার জুটিতে ম্যাঞ্চেস্টারে লিড নিল তারা।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:৫৩ key status

অর্ধশতরান রবীন্দ্র জাডেজার

ওয়াশিংটনের পর সেই ওভারেই অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজাও। ভারতের হার বাঁচাতে লড়ছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:৫১ key status

অর্ধশতরান ওয়াশিংটন সুন্দরের

চাপের মুখে অর্ধশতরান করলেন ওয়াশিংটন সুন্দর। ভাল দেখাচ্ছে তাঁকে।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:২৯ key status

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় উইকেট পড়ল না

ক্রিজে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছেন ওয়াশিংটন এবং জাডেজা। কেউই ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটছেন না।

ভারত ২৮৭-৪।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৮:৩৮ key status

লড়ছে ভারত

মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয়েছে খেলা। ওয়াশিংটন এবং জাডেজা লড়াই করছেন। টেস্ট বাঁচানোর মরিয়া লড়াই দু’জনের।

ভারত ২৫০-৪।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:৩৫ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ২২৩-৪

প্রথম সেশনে দুটি উইকেট হারাল ভারত। হারাল কেএল রাহুল এবং শুভমন গিলকে। এখনও বাকি দু’টি সেশনের খেলা। ভারত পিছিয়ে ৮৮ রানে।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:২৭ key status

জাডেজার ক্যাচ পড়ল

প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন জাডেজা। ক্যাচ ফেলে দিলেন রুট।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:২৬ key status

লড়াই শেষ শুভমনের

মনঃসংযোগের অভাবে উইকেট হারালেন শুভমন। আর্চারের বলে ক্যাচ দিলেন স্মিথের হাতে। ১০৩ রানে ফিরলেন তিনি।

ভারত ২২২-৪।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:০৫ key status

শুভমনের শতরান

০-২ অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন। সেখান থেকে চাপের মুখে লড়াকু শতরান এল শুভমনের ব্যাট থেকে। সিরিজ়‌ে চতুর্থ শতরান করলেন তিনি।

ভারত ২০৭-৩।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:২৬ key status

আঙুলে আঘাত খেলেন শুভমন

স্টোকসের বলে ডান হাতের আঙুলে লাগল শুভমনের। গ্লাভস খুলে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। ওষুধ দেওয়ায় এখন ব্যথা নিয়ন্ত্রণে।

ভারত ১৯৩-৩।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:০২ key status

আউট রাহুল

পঞ্চম দিনে প্রথম উইকেট হারাল ভারত। স্টোকসের নেমে আসা বল বুঝতেই পারলেন না রাহুল। এলবিডব্লিউ হলেন ৯০ রানে। ডিআরএসও নিলেন না রাহুল।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৪৬ key status

ক্যাচ পড়ল শুভমনের

স্টোকসের বলে কভারে ক্যাচ তুলেছিলেন শুভমন। ফেলে দিলেন অলি পোপ।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৫:৩৯ key status

শেষ দিন শুরুতেই স্টোকস

পায়ের চোটের জন্য চতুর্থ দিন বল করেননি। পঞ্চম দিন দ্বিতীয় ওভারেই নিজেকে বোলিংয়ে আনলেন স্টোকস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy