শুভমন গিল। —ফাইল চিত্র।
ভারত ২৬৪/৪। অপরাজিত রয়েছেন জাডেজা (১৯) এবং শার্দূল (১৯)।
স্টোকসের বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে ক্যাচ আউট সুদর্শন (৬১)। ভারত ২৩৫/৪।
টেস্টে প্রথম অর্ধশতরান সুদর্শনের। ভারত ২২২/৩। ব্যাট করছেন সুদর্শন (৫৪) এবং জাডেজা (৪)।
আবার চোট পেলেন পন্থ। ওকসের ইয়ার্কার রিভার্স সুইপ করার চেষ্টা করেন। বল ব্যাট ছুঁয়ে তাঁর পায়ে লাগে। যন্ত্রণা শুরু হয়। ডেকে পাঠান ফিজিয়োকে। তাও ব্যাট করতে পারলেন না। উঠে গেলেন সাজঘরে। ব্যাট করতে নেমেছেন জাডেজা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে ২০০ রান ভারতের। ব্যাট করছেন সুদর্শন (৪৬) এবং পন্থ (২৮)।
ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যর্থ শুভমন (১২)। স্টোকসের বলে এলবিডব্লিউ হলেন ভারত অধিনায়ক। ভারত ১৪০/৩।
আট বছর পর টেস্ট খেলতে নামা লিয়াম ডসনের বলে আউট যশস্বী (৫৮)। প্রথম স্লিপে ক্যাচ ধরলেন ব্রুক। ভারত ১২০/২।
প্রথম উইকেট হারাল ভারত। ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল (৪৬)। ভারত ৯৪/১।
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ৭৮ রান ভারতের। ব্যাট করছেন যশস্বী (৩৬) এবং রাহুল (৪০)। ঝুঁকিহীন ব্যাটিং করছেন ভারতের দুই ওপেনার।
ওপেনিং জুটিতে ৫০ পার ভারতের। ব্যাট করছেন যশস্বী (১৮) এবং রাহুল (৩২)। ভারত ৫২/০।
ঝুঁকিহীন ব্যাটিং করছেন যশস্বী (১২) এবং রাহুল (২১)। ম্যাঞ্চেস্টারে প্রথম এক ঘণ্টায় ভারত ৩৫/০।
শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের খেলা। ওপেন করেছেন যশস্বী এবং রাহুল।