India vs England 2025

ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনের শেষে স্বস্তিতে ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমনেরা ২৬৪/৪

সিরিজ় জিততে হলে জয় ছাড়া উপায় নেই শুভমন গিলদের সামনে। বেন স্টোকসেরা ড্র করলেও সিরিজ় হার এড়াতে পারবেন। ভারতীয় শিবির চোট-আঘাতে জর্জরিত। ফলে চাপে শুভমনেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৫:০১
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:৫৮ key status

প্রথম দিনের খেলা শেষ

ভারত ২৬৪/৪। অপরাজিত রয়েছেন জাডেজা (১৯) এবং শার্দূল (১৯)।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:১৭ key status

আউট সুদর্শন

স্টোকসের বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে ক্যাচ আউট সুদর্শন (৬১)। ভারত ২৩৫/৪।

Advertisement
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২২:০১ key status

সুদর্শনের অর্ধশতরান

টেস্টে প্রথম অর্ধশতরান সুদর্শনের। ভারত ২২২/৩। ব্যাট করছেন সুদর্শন (৫৪) এবং জাডেজা (৪)।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২১:৫৯ key status

আবার চোট পন্থের

আবার চোট পেলেন পন্থ। ওকসের ইয়ার্কার রিভার্স সুইপ করার চেষ্টা করেন। বল ব্যাট ছুঁয়ে তাঁর পায়ে লাগে। যন্ত্রণা শুরু হয়। ডেকে পাঠান ফিজিয়োকে। তাও ব্যাট করতে পারলেন না। উঠে গেলেন সাজঘরে। ব্যাট করতে নেমেছেন জাডেজা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২১:৩২ key status

ভারত ২০০

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে ২০০ রান ভারতের। ব্যাট করছেন সুদর্শন (৪৬) এবং পন্থ (২৮)।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২০:০০ key status

আউট শুভমন

ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যর্থ শুভমন (১২)। স্টোকসের বলে এলবিডব্লিউ হলেন ভারত অধিনায়ক। ভারত ১৪০/৩।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:২৩ key status

আউট যশস্বী

আট বছর পর টেস্ট খেলতে নামা লিয়াম ডসনের বলে আউট যশস্বী (৫৮)। প্রথম স্লিপে ক্যাচ ধরলেন ব্রুক। ভারত ১২০/২।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৮:৫১ key status

যশস্বীর ৫০

৯৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন যশস্বী। ভারত ১০১/১।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৮:৩১ key status

আউট রাহুল

প্রথম উইকেট হারাল ভারত। ওকসের বলে দ্বিতীয় স্লিপে ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল (৪৬)। ভারত ৯৪/১।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৭:৩৪ key status

ম্যাঞ্চেস্টারে মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ৭৮ রান ভারতের। ব্যাট করছেন যশস্বী (৩৬) এবং রাহুল (৪০)। ঝুঁকিহীন ব্যাটিং করছেন ভারতের দুই ওপেনার।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৬:৫৬ key status

ওপেনিং জুটিতে ৫০ পার ভারতের

ওপেনিং জুটিতে ৫০ পার ভারতের। ব্যাট করছেন যশস্বী (১৮) এবং রাহুল (৩২)। ভারত ৫২/০।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৬:৩১ key status

প্রথম ঘণ্টায় ৩৫

ঝুঁকিহীন ব্যাটিং করছেন যশস্বী (১২) এবং রাহুল (২১)। ম্যাঞ্চেস্টারে প্রথম এক ঘণ্টায় ভারত ৩৫/০।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৫:৩১ key status

ম্যাঞ্চেস্টারে শুরু খেলা

শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের খেলা। ওপেন করেছেন যশস্বী এবং রাহুল।

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৫:০৩ key status

টসে হারলেন শুভমন

ইংল্যান্ডে গিয়ে আবার টসে হেরে গেলেন শুভমন গিল। মেঘলা আকাশের নীচে আবার ব্যাট করতে নামতে হবে তাঁদের। যদিও শুভমন বললেন, টসে হেরে ভালই হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement