India Vs West Indies

দ্বিতীয় দিনের খেলা শেষ, তিন ভারতীয়ের শতরান, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের ভাবনা শুভমনদের

ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৬২ রানে। দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় ভারতের রান ছিল ২ উইকেটে ১২১। ম্যাচের দ্বিতীয় দিন শুভমনদের লক্ষ্য থাকবে বড় রানে এগিয়ে যাওয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৯:৩১
Share:

রবীন্দ্র জাডেজা। ছবি: এক্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:৪৮ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৪৮/৫। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২৮৬ রানে এগিয়ে শুভমনেরা। ২২ গজে অপরাজিত রয়েছেন জাডেজা (১০৪) এবং ওয়াশিংটন (৯)।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৭ key status

শতরান জাডেজার

টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন জাডেজা। ১৬৮ বলে করলেন ১০০। ভারত ৩৩৮/৫। শুভমনেরা এগিয়ে ২৭৬ রানে।

Advertisement
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৬:০৪ key status

জুরেলের সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে প্রথম শতরান জুরেলের। অহমদাবাদে ১০৩ রান করে খেলছেন। ২২ গজে তাঁর সঙ্গী জাডেজা (৮১)। ভারত ৩৯২/৪। 

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৮ key status

জুটিতে ১৫০

পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ১৫০ রানের বেশি তুললেন জুরেল (৮৮) এবং জাডেজা (৭৬)। ভারত ৩৭২/৪। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২১০ রানে এগিয়ে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ key status

২০০ রানের লিড ভারতের

অহমদাবাদ টেস্টে ২০০ রানে এগিয়ে গেল ভারত। শুভমনদের রান ৪ উইকেটে ৩৬২। ব্যাট করছেন জুরেল (৮৭) এবং জাডেজা (৬৭)।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৪:১২ key status

দ্বিতীয় দিনের চায়ের বিরতি

অহমদাবাদ টেস্টে চালকের আসনে ভারতীয় দল। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ়। চা পানের বিরতি পর্যন্ত ভারত তুলেছে ৪ উইকেটে ৩২৬। শুভমনেরা এগিয়ে রয়েছেন ১৬৪ রানে। ২২ গজে রয়েছেন জুরেল (৬৮) এবং জাডেজা (৫০)।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৪:০৭ key status

অর্ধশতরান জাডেজার

৭৫ বলে ৫০ রান করলেন জাডেজা। টেস্টে ২৮তম অর্ধশতরান জাডেজার। ভারত ৩২৬/৪।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৪:০৩ key status

১০০ রানের জুটি

পঞ্চম উইকেটে ১০০ রানের জুটি জুরেল (৬৮)-জাডেজার (৪৮)। ভারত ৩২৫/৪।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৩:৩৫ key status

ভারত ৩০০

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩০০ রান করে ফেলল ভারত। ২২ গজে রয়েছেন জুরেল (৬০) এবং জাডেজা (৩২)। শুভমনেরা এগিয়ে ১৩৮ রানে।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৩:২৭ key status

অর্ধশতরান জুরেলের

৯৩ বলে ৫০ রান পূর্ণ করলেন জুরেল। ভারত ২৮৬/৪।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:৪৭ key status

১০০ রানের লিড ভারতের

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ১০০ রানে এগিয়ে গেল ভারত। শুভমনেরা ২৬২/৪। ব্যাট করছেন জুরেল (৩২) এবং জাডেজা (২৬)।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:১৬ key status

প্রথম ওভারেই আউট রাহুল

মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই আউট রাহুল (১০০)। ওয়ারিক্যানের বলে ক্যাচ আউট হলেন। ভারত ২১৮/৪। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ৫৬ রানে এগিয়ে শুভমনেরা।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:১২ key status

মধ্যাহ্নভোজের পর শুরু খেলা

ব্যাট করছেন রাহুল (১০০) এবং জুরেল (১৪)। ভারত ২১৮/৩।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি। ভারত ২১৮/৩। ৫৬ রানে এগিয়ে শুভমনেরা। ২২ গজে রয়েছেন রাহুল (১০০) এবং জুরেল (১৪)।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৭ key status

রাহুলের শতরান

দেশের মাটিতে দ্বিতীয় টেস্ট শতরান রাহুলের। সব মিলিয়ে টেস্টে ১১ নম্বর শতরান করলেন তিনি। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি। সব মিলিয়ে ৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট শতরান করলেন তিনি।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১১:১১ key status

ভারত ২০০

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০০ রান তুলে ফেলল ভারতীয় দল। ৩৮ রানে এগিয়ে শুভমনেরা। ২২ গজে রয়েছেন রাহুল (৯৩) এবং জুরেল (৩)।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১০:৫৮ key status

আউট শুভমন

চেজের বল রিভার্স সুইপ করতে গিয়ে আউট শুভমন (৫০)। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ চলে যায়। ভুল করেননি গ্রেভস। ভারত ১৮৮/৩।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১০:৫৩ key status

অর্ধশতরান শুভমনের

৯৪ বলে ৫০ করলেন শুভমন। ভারত ১৮৮/২। 

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৯:৫৫ key status

৫০ রানের জুটি

দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি রাহুল-শুভমনের। রাহুল ৬৩ এবং শুভমন ২৩ রানে ব্যাট করছেন।

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৯:১৮ key status

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট

দ্বিতীয় দিনের খেলা শুরু অহমদাবাদে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement