India Vs West Indies

দ্বিতীয় দিনের খেলা শেষ, লড়ছে ওয়েস্ট ইন্ডিজ়, ভারতের ৫১৮/৫-এর জবাবে চেজরা ১৪০/৪

দিল্লি টেস্টে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারতীয় দল। শুভমন গিলদের লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে বড় রান তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে ফেলা দেওয়া। দিল্লির ২২ গজে দ্বিতীয় বার ব্যাট করতে চাইবে না ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৯:৩১
Share:

(বাঁ দিকে) রবীন্দ্র জাডেজা এবং শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩৭ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

ওয়েস্ট ইন্ডিজ় ১৪০/৪। দিনের শেষে অপরাজিত থাকলেন হোপ (৩১) এবং ইমলাচ (১৪)। জাডেজা ৩৭/৩।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:০১ key status

আউট চেজ

জাডেজার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হলেন চেজ (শূন্য)। ওয়েস্ট ইন্ডিজ় ১০৭/৪।

Advertisement
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ key status

আউট অ্যাথানাজ়ে

অ্যাথানাজ়েকে (৪১) আউট করলেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজ় ১০৬/৩।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৫:৩২ key status

আউট তেজনারাইন

তেজনারাইনকে (৩৪) আউট করলেন জাডেজা। ওয়েস্ট ইন্ডিজ় ৮৭/২।

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৪:১৪ key status

চা বিরতি

ব্যাট করছেন চন্দ্রপল (১৩) এবং অ্যাথানাজ়ে (২)। ওয়েস্ট ইন্ডিজ় ২৬/২।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:৫৯ key status

আউট ক্যাম্পবেল

জাডেজার বলে ফরোয়ার্ড শর্ট লেগে দুরন্ত ক্যাচ সুদর্শনের। আউট ক্যাম্পবেল (১০)। ওয়েস্ট ইন্ডিজ় ২১/১।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:৪৮ key status

ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ়

ইনিংস শুরু করেছেন জন ক্যাম্পবেল এবং তেজনারাইন চন্দ্রপাল।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:১২ key status

ডিক্লেয়ার ভারতের

আউট জুরেল (৪৪)। চেজের বলে জুরেল বোল্ড হতেই ইনিংস ডিক্লেয়ার করলেন শুভমন। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ ভারতের। ১২৯ রানে অপরাজিত থাকলেন অধিনায়ক।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:৫২ key status

শুভমনের সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে দশম শতরান শুভমনের। ১০২ রান করে খেলছেন ভারতীয় দলের অধিনায়ক। ২২ গজে তাঁর সঙ্গী জুরেল (৩৮)। ভারত ৪৮৫/৪।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১১:৩৪ key status

মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম দু’ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ১০৯ রান ভারতের। ২২ গজে রয়েছেন শুভমন (৭৫) এবং জুরেল (৭)। ভারত ৪২৭/৪।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১১:০৬ key status

আউট নীতীশ

আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ আউট নীতীশ (৪৩)। ভারত ৪১৬/৪

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১০:৪৮ key status

ভারত ৪০০

প্রথম ইনিংসে ৪০০ রান তুলে ফেলল ভারত। দিল্লির ২২ গজে সাবলীল ব্যাটিং ভারতীয়দের। ব্যাট করছেন শুভমন (৬০) এবং নীতীশ (৩৯)।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৯:৪২ key status

দ্বিশতরান হল না যশস্বীর

শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট যশস্বী। ১৭৫ রানে থামল তাঁর ইনিংস। ভারত ৩২৫/৩।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৯:৩৩ key status

দ্বিতীয় দিনের খেলা শুরু

ব্যাট করছেন যশস্বী (১৭৩) এবং শুভমন (২০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement