(বাঁ দিকে) রবীন্দ্র জাডেজা এবং শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ় ১৪০/৪। দিনের শেষে অপরাজিত থাকলেন হোপ (৩১) এবং ইমলাচ (১৪)। জাডেজা ৩৭/৩।
জাডেজার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হলেন চেজ (শূন্য)। ওয়েস্ট ইন্ডিজ় ১০৭/৪।
অ্যাথানাজ়েকে (৪১) আউট করলেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজ় ১০৬/৩।
তেজনারাইনকে (৩৪) আউট করলেন জাডেজা। ওয়েস্ট ইন্ডিজ় ৮৭/২।
ব্যাট করছেন চন্দ্রপল (১৩) এবং অ্যাথানাজ়ে (২)। ওয়েস্ট ইন্ডিজ় ২৬/২।
জাডেজার বলে ফরোয়ার্ড শর্ট লেগে দুরন্ত ক্যাচ সুদর্শনের। আউট ক্যাম্পবেল (১০)। ওয়েস্ট ইন্ডিজ় ২১/১।
ইনিংস শুরু করেছেন জন ক্যাম্পবেল এবং তেজনারাইন চন্দ্রপাল।
আউট জুরেল (৪৪)। চেজের বলে জুরেল বোল্ড হতেই ইনিংস ডিক্লেয়ার করলেন শুভমন। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ ভারতের। ১২৯ রানে অপরাজিত থাকলেন অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে দশম শতরান শুভমনের। ১০২ রান করে খেলছেন ভারতীয় দলের অধিনায়ক। ২২ গজে তাঁর সঙ্গী জুরেল (৩৮)। ভারত ৪৮৫/৪।
প্রথম দু’ঘণ্টায় ২ উইকেট হারিয়ে ১০৯ রান ভারতের। ২২ গজে রয়েছেন শুভমন (৭৫) এবং জুরেল (৭)। ভারত ৪২৭/৪।
আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ আউট নীতীশ (৪৩)। ভারত ৪১৬/৪
প্রথম ইনিংসে ৪০০ রান তুলে ফেলল ভারত। দিল্লির ২২ গজে সাবলীল ব্যাটিং ভারতীয়দের। ব্যাট করছেন শুভমন (৬০) এবং নীতীশ (৩৯)।
শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট যশস্বী। ১৭৫ রানে থামল তাঁর ইনিংস। ভারত ৩২৫/৩।