শুভমন গিল। —ফাইল চিত্র।
দিনের শেষ বলে সিরাজের বলে বোল্ড ক্রলি (১৪)। অপরাজিত রয়েছেন ডাকেট (৩৪)। ইংল্যান্ড ৫০/১।
ওপেনিং জুটিতে ৫০ রান তুলে নিল ইংল্যান্ড। ডকেট (৩৪) এবং ক্রলি (১৪) ব্যাট করছেন।
টংয়ের বলে বড় শট নিতে গিয়ে আউট ওয়াশিংটন (৫৩)। ক্যাচ নিলেন ক্রলি। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৯৬ রানে। অপরাজিত থাকলেন প্রসিদ্ধ (শূন্য)। ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ৩৭৪ রান।
আগ্রাসী মেজাজে অর্ধশতরান ওয়াশিংটনের। ৩৯ বলে করেছেন ৫২ রান। ভারত ৩৯৫/৯।
টংয়ের বলে স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট জাডেজা (৫৩)। ভারত ৩৫৭/৮।
২২ গজে রয়েছেন জাডেজা (২৬) এবং জুরেল (২৫)। ভারত ৩০৪/৬।
১১৮ রান করে আউট যশস্বী। টংয়ের বলে মারতে গিয়ে ক্যাচ দিলেন ওভারটনের হাতে। ২২ গজে রয়েছেন জাডেজা (২০)। ভারত ২৭৩/৬।
১৭ রান করে আউট হয়ে গেলেন করুণ। অ্যাটকিনসনের বলে স্মিথের বলে ক্যাচ দিয়ে আউট হলেন। ওভালে চাপ বাড়ছে ভারতীয় শিবিরের উপর। একা লড়ছেন যশস্বী। ভারত ২২৯/৫।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর শেষ টেস্টে শতরান করলেন যশস্বী। চাপের মুখে ঠান্ডায় ব্যাট করছেন তরুণ ওপেনার। ভারত ২১৬/৪।
মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই আউট শুভমন (১১)। ওভালে হঠাৎ চাপে ভারত। অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হলেন শুভমন। ভারত ১৮৯/৪।
তৃতীয় দিনের প্রথম ২ ঘণ্টায় আকাশদীপের (৬৬) উইকেট হারিয়ে লড়ছে ভারত। ২২ গজে রয়েছেন যশস্বী (৮৫) এবং শুভমন (১১)। ভারত ১৮৯/৩।
৬৬ রানের ইনিংস খেলে আউট আকাশদীপ। ওভারটনের বলে অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বাংলার জোরে বোলার। ভাঙল যশস্বীর সঙ্গে ১০৭ রানের জুটি। ভারত ১৭৭/৩।
নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাট করতে নেমে অর্ধশতরান আকাশদীপের। টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন বাংলার জোরে বোলার। ভারত ১৫৫/২।
৭৪ বলে দুই ব্য়াটারের মধ্যে অর্ধশতরানের জুটি হয়েছে। ভাল দেখাচ্ছে এই জুটিকে।
দ্বিতীয় ইনিংসে ১০০ পার ভারতের। ব্যাট করছেন যশস্বী (৬১) এবং আকাশদীপ (১৯)। ভারত ১০১/২।