India vs England 2025

ক্রলিকে আউট করে দিনের শেষে ধাক্কা সিরাজের, ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৫০/১

ওভাল টেস্টে খানিকটা চাপে ভারতীয় দল। সিরিজ় হার বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে শুভমন গিলদের। দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে না পারলে সিরিজ় বাঁচানো কঠিন হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৫:৩০
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২৩:৪১ key status

তৃতীয় দিনের খেলা শেষ

দিনের শেষ বলে সিরাজের বলে বোল্ড ক্রলি (১৪)। অপরাজিত রয়েছেন ডাকেট (৩৪)। ইংল্যান্ড ৫০/১।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২৩:২৯ key status

ইংল্যান্ড ৫০

ওপেনিং জুটিতে ৫০ রান তুলে নিল ইংল্যান্ড। ডকেট (৩৪) এবং ক্রলি (১৪) ব্যাট করছেন। 

Advertisement
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২২:২৯ key status

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

ব্যাট করতে নেমেছেন ডাকেট এবং ক্রলি।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২২:১৫ key status

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ৩৯৬ রানে

টংয়ের বলে বড় শট নিতে গিয়ে আউট ওয়াশিংটন (৫৩)। ক্যাচ নিলেন ক্রলি। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৯৬ রানে। অপরাজিত থাকলেন প্রসিদ্ধ (শূন্য)। ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ৩৭৪ রান।

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২২:০৯ key status

অর্ধশতরান ওয়াশিংটনের

আগ্রাসী মেজাজে অর্ধশতরান ওয়াশিংটনের। ৩৯ বলে করেছেন ৫২ রান। ভারত ৩৯৫/৯।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২১:৪৭ key status

আউট সিরাজ

টংয়ের বলে এলবিডব্লিউ সিরাজ (শূন্য)। ভারত ৩৫৭/৯।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২১:৪২ key status

আউট জাডেজা

টংয়ের বলে স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট জাডেজা (৫৩)। ভারত ৩৫৭/৮।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২১:১২ key status

আউট জুরেল

ওভারটনের বলে এলবিডব্লিউ জুরেল (৩৪)। ভারত ৩২৩/৭।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২০:২৯ key status

তৃতীয় দিনের চা বিরতি

২২ গজে রয়েছেন জাডেজা (২৬) এবং জুরেল (২৫)। ভারত ৩০৪/৬।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৯:৫৪ key status

আউট যশস্বী

১১৮ রান করে আউট যশস্বী। টংয়ের বলে মারতে গিয়ে ক্যাচ দিলেন ওভারটনের হাতে। ২২ গজে রয়েছেন জাডেজা (২০)। ভারত ২৭৩/৬।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৯:০৬ key status

আবার ব্যর্থ করুণ

১৭ রান করে আউট হয়ে গেলেন করুণ। অ্যাটকিনসনের বলে স্মিথের বলে ক্যাচ দিয়ে আউট হলেন। ওভালে চাপ বাড়ছে ভারতীয় শিবিরের উপর। একা লড়ছেন যশস্বী। ভারত ২২৯/৫।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৮:৪৯ key status

শতরান যশস্বীর

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর শেষ টেস্টে শতরান করলেন যশস্বী। চাপের মুখে ঠান্ডায় ব্যাট করছেন তরুণ ওপেনার। ভারত ২১৬/৪।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৮:১৭ key status

আউট শুভমন

মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই আউট শুভমন (১১)। ওভালে হঠাৎ চাপে ভারত। অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হলেন শুভমন। ভারত ১৮৯/৪।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:৩৩ key status

ওভালে মধ্যাহ্নভোজের বিরতি

তৃতীয় দিনের প্রথম ২ ঘণ্টায় আকাশদীপের (৬৬) উইকেট হারিয়ে লড়ছে ভারত। ২২ গজে রয়েছেন যশস্বী (৮৫) এবং শুভমন (১১)। ভারত ১৮৯/৩।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:২২ key status

আউট আকাশদীপ

৬৬ রানের ইনিংস খেলে আউট আকাশদীপ। ওভারটনের বলে অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বাংলার জোরে বোলার। ভাঙল যশস্বীর সঙ্গে ১০৭ রানের জুটি। ভারত ১৭৭/৩।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৭:০৩ key status

আকাশদীপের অর্ধশতরান

নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাট করতে নেমে অর্ধশতরান আকাশদীপের। টেস্ট ক্রিকেটে প্রথম অর্ধশতরান করলেন বাংলার জোরে বোলার। ভারত ১৫৫/২।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৬:২৩ key status

যশস্বী-আকাশদীপের অর্ধশতরানের জুটি

৭৪ বলে দুই ব্য়াটারের মধ্যে অর্ধশতরানের জুটি হয়েছে। ভাল দেখাচ্ছে এই জুটিকে।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৫:৫১ key status

১০০ পার ভারত

দ্বিতীয় ইনিংসে ১০০ পার ভারতের। ব্যাট করছেন যশস্বী (৬১) এবং আকাশদীপ (১৯)। ভারত ১০১/২।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৫:৩০ key status

শুরু তৃতীয় দিনের খেলা

ব্যাট করছেন যশস্বী (৫১) এবং আকাশদীপ (৪)। ভারত ৭৫/২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement