রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।
১৭০ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ৬১ রানে অপরাজিত থাকলেন জাডেজা। সিরাজ করলেন ৪ রান।
১৫১ বলে অর্ধশতরান জাডেজার। টানা চারটি টেস্ট ইনিংসে শতরান করলেন জাডেজা। ভারত ১৫৮/৯।
ভারত ১৫০/৯। ২২ গজে লড়াই করছেন জাডেজা (৪৫) এবং সিরাজ (শূন্য)।
বুমরাহকে (৪) নিয়ে হার বাঁচানোর মরিয়া লড়াই জাডেজার (৩৭)। ২২ গজের দু’প্রান্তই আগলে রাখার চেষ্টা করছেন অভিজ্ঞ অলরাউন্ডার। ভারত ১৩৬/৮।
ওকসের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট নীতীশ (১৩)। ভারত ১১২/৮। জয়ের জন্য চাই আরও ৮১ রান।
ভারত হার হয়তো সময়ের অপেক্ষা। ওয়াশিংটনের ব্যাটের কানায় লেগে বল উঠল। ক্যাচ ধরলেন বোলার আর্চারই।
আর্চারের বলে বোল্ড পন্থ (৯)। পঞ্চম দিন প্রথম উইকেট হারালেন শুভমনেরা। ভারত ৭১/৫।